শামীম ছিলেন, শামীম নেই!

বিশ্বকাপে বিশ্বমানের খেলোয়াড়দের চ্যালেঞ্জ মানছেন শামীম
Vinkmag ad

১৬ ফেব্রুয়ারি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ফাইনালের দিন ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল অবশ্য সেই স্কোয়াডে যুক্ত করা হয়েছিল শামীম হোসেন পাটোয়ারিকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৬ মার্চ হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে নামবে তামিম ইকবালের দল। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

শুরুতে ঘোষণা করা প্রথম দুই ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন আসেনি কোন। তবে ২য় ম্যাচের স্কোয়াডে পরবর্তীতে যুক্ত হওয়া শামীম হোসেন নেই স্কোয়াডে।

এক বিবৃতি দিয়ে শামীম হোসেনের ২য় ওয়ানডে স্কোয়াডে যুক্ত হবার খবর জানিয়েছিল বিসিবি। অবশ্য বিসিবি সভাপতি জানিয়েছিলেন এটা অনানুষ্ঠানিক, কারণ তার অনুমোদন নেওয়া হয়নি বলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন ব্যাকআপ ফিল্ডারের প্রয়োজনীয়তা অনুভব করে তাকে দলে টানা হয়েছে। চট্টগ্রামে অবশ্য সেই প্রয়োজনীয়তা নেই! 

৩য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

৯৭ প্রতিবেদক

Read Previous

অধিনায়ক তামিমের দলে অটো চয়েজ নন কেউই

Read Next

হারার পেছনে অনেক কারণ আছে বলছেন তামিম

Total
0
Share