

৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত সদস্য। মাঠে রিয়াদের উপস্থিতিতে, পারফরম্যান্স সব কিছুতেই বয়সের ছাপ স্পষ্ট। তার পারফরম্যান্স নিয়ে তাই প্রশ্ন উঠছে বারবার। তবে এটাই ঠিক পছন্দ হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের।
মিরপুরে আজ (৩ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে হারা ম্যাচে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহর অসহায়ত্ব চোখে পড়েছে। ব্যাটিংয়েও ৪৯ বল খেলে করতে পারেন ৩২ রান।
View this post on Instagram
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল মাহমুদউল্লাহর অবিসংবাদিত তারকা স্ট্যাটাস আর আছে কিনা। প্রশ্নটা ঠিক পছন্দ হয়নি তামিম ইকবালের।
উত্তরে তিনি বলেন, ‘দেখেন, স্ট্রাগল যে জিনিসটা বলছেন, আমি বারে বারে একই কথা বলতে পছন্দ করি না। এক সিরিজ আগেই কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন উনি। এক সিরিজ আগেই। একটা সিরিজের মধ্যে ২/৩/৪ টা ম্যাচের মধ্যে যদি একই প্রশ্ন করতে থাকেন, একইভাবে ওনাকে প্রেশারে ফেলতে থাকেন এটা কোন দলের জন্য হেলদি না। আপনার নিজের দেশেরই প্লেয়ার কিন্তু।’
গেল ভারত সিরিজে মিরপুরে ৯৬ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছিলেন মাহমুদউল্লাহ। মূলত সেই ইনিংসের কথা টানেন মাহমুদউল্লাহ। তবে এটাও স্বীকার করেন দলের সবার উন্নতি করার সুযোগ আছে।
তামিমের ভাষায়, ‘এর সাথে আমি এটাও বলবো শুধু ওনার না, আমাদের সবার অনেক রুম আছে ভালো করার- ফিল্ডিং হোক, ব্যাটিং হোক বা কথার ইনপুট হোক- অনেকভাবে সবাই আমরা করতে পারি। আমি এই দলের ক্যাপ্টেন। আমি কোনদিনও কোন ক্রিকেটারকে একা পয়েন্ট আউট করতে পছন্দ করি না। দোষ হোক আর না হোক। আই এম হেয়ার টু সেইভ দেম, নট টু অ্যাকিউজ দেম অর ক্রিটিসাইজ দেম।’