ইনদোরে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

ইনদোরে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
Vinkmag ad

লক্ষ্যটা তেমন আহামরি বড় ছিল না, তবে গত দুই দিন উইকেটের যে আচরণ ছিল তাতে ৭৬ রানের লক্ষ্যও মনে হচ্ছিল পাহাড়সম। সেই রান যে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে টপকে যাবে সেটাও তো ছিল কল্পনার বাইরে। আজ ইনদোরে সেটাই বাস্তবায়ন করেছেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেইন। ভারতের বাঘা বাঘা স্পিনারদের সুনিপুণ ভাবে সামলিয়ে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় জয় পাইয়ে হেড-লাবুশেইন মাঠ ছাড়েন বিজয়ের বেশে। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করেছে অজিরা। 

গতকাল ইনদোরে নাথান লায়ন ৮ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার জয়ের মঞ্চ প্রস্তুত করেছিলেন। সেই মঞ্চে ব্যাট হাতে জয় নিশ্চিত করেছেন হেড ও লাবুশেইন। শুন্য রানে ওপেনার উসমান খাজাকে (০) হারানোর পর আর কোনো উইকেট পড়তে দেননি হেড ও লাবুশেইন।

রবিচন্দ্রন অশ্বিন খাজাকে ফেরালেও ৭ ওভার বোলিং করে রবীন্দ্র জাদেজা ছিলেন উইকেট শুন্য।

হেড ও লাবুশেইনের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের বড় জয়ে বোর্ডার-গাভাস্কার ৪ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করার সম্ভাবনা জাগিয়ে রাখল অস্ট্রেলিয়া।

হেড একটু মেরে খেললেও লাবুশেইন আগান মন্তর গতিতে। যেখানে হেড ৫৩ বলে ৬ চার এবং ১ ছক্কায় অপরাজিত ছিলেন ৪৯ রানে, সেখানে লাবুশেইন ৫৮ বলে ৬ চারে করেন অপরাজি ২৮ রান। লাবুশেইনের দৃঢ়তা বরং অস্ট্রেলিয়ার জয়ের পথ সুগম করেছে।

৯.৫ ওভারে ৪৪ রানে ১ উইকেট শিকার করেন অশ্বিন। ৭ ওভার বোলিং করে উইকেটশুন্য ছিলে জাদেজা। স্পিনারদের দাপটের ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়ে ভারতের জন্য কোনো কিছু করতে পারেননি উমেশ যাদব।

৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাথান লায়নের অপস্পিন ভেল্কিতে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৬৩ রানে। সর্বোচ্চ ৫৯ রান আসে চেতেশ্বর পুজারার ব্যাট থেকে। প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট হওয়ায় তাই অস্ট্রেলিয়াকে ৭৬ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি রোহিত বাহিনী। নাথান লায়ন একাই নেন ৮ উইকেট। ২৩.৩ ওভারে ৬৪ রানে ৮ উইকেট শিকার করেন লায়ন। একটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেম্যান।

এর আগে ভারতের ১০৯ রানের জবাবে উসমান খাজার (৬০) ফিফটিতে ১৯৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। খাজা ছাড়া ৩১ রান করেন মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ২৬ রান।

ভারতের হয়ে ৩২ ওভারে ৭৮ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। ৩টি করে উইকেট পান উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।

নিজেদের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। ভারতের ইনিংসে সর্বোচ্চ ২২ রান আসে ভিরাট কোহলির ব্যাটে, এছাড়া শুবমান গিল করেন ২১ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাথু কুহনেম্যান ভারতকে এই অল্পতেই থামিয়ে দেন। অজি এই স্পিনার মাত্র ৯ ওভারে ১৬ রানে শিকার করেন ৫ উইকেট। তিনটি উইকেট নেন নাথান লায়ন। ১টি উইকেট নেন টড মার্ফি।

৯৭ ডেস্ক

Read Previous

নাফিসের প্রস্তাব, মাশরাফির নাম শুনে পারিশ্রমিকও শোনেননি রাজিন সালেহ

Read Next

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

Total
0
Share