শের-ই-বাংলার ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বাংলাদেশের সেঞ্চুরি

শের-ই-বাংলার ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বাংলাদেশের সেঞ্চুরি
Vinkmag ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যা কিনা পরিচিত বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ নামে। আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, ঘরোয়া লিগেও এই মাঠে হরহামেশা ম্যাচ খেলে থাকেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২০০৬ সাল থেকে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামে আজ গড়িয়েছে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বে ২০০ বা তার বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা স্টেডিয়াম শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সহ মোটে ৬ টি।

এক ভেন্যুতে সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ-

১. সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া- ২৮৯
২. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া- ২৮৪
৩. শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত- ২৮২
৪. হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে- ২৪৩
৫. লর্ডস, ইংল্যান্ড- ২২১
৬. শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বাংলাদেশ- ২০০*

মিরপুরে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৪ টি টেস্ট, ৫৯ টি টি-টোয়েন্টি ও ১১৭ টি ওয়ানডে। মিরপুরের ১১৭* টি ওয়ানডের মধ্যে ১০০* টিতেই মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের ২য় ওয়ানডে হোম অব ক্রিকেটে বাংলাদেশের শততম ওয়ানডে ম্যাচ। আজকের আগে ৯৯ ম্যাচের ৫০ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ৪৮ ম্যাচে হেরেছে টাইগাররা, ১ টি ম্যাচে আসেনি কোন ফল।

শের-ই-বাংলাতে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স-

ম্যাচ- ১০০*
জয়- ৫০
পরাজয়- ৪৮
কোন ফল আসেনি- ১ টিতে

এই ১০০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৯৫* ম্যাচে বাংলাদেশের একাদশের অংশ ছিলেন মুশফিকুর রহিম। ৮৯* ওয়ানডেতে খেলেছেন সাকিব আল হাসান, ৮৫* টিতে তামিম ইকবাল, ৮৩* টিতে মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৪ টি ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজাও।

মিরপুরে ২৪ টেস্টের সবকটিতেই খেলেছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে ৬ জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা ১৫ টি। ম্যাচ ড্র হয়েছে ৩ টি।

শের-ই-বাংলাতে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স-

ম্যাচ- ২৪
জয়- ৬
পরাজয়- ১৫
ড্র- ৩

২৪ টেস্টের ২৩ টিতে খেলেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান খেলেছেন ২০ টি ম্যাচে, ১৯ ম্যাচে টাইগার একাদশের অংশ ছিলেন তামিম ইকবাল। এছাড়া ১০ বা তার বেশি টেস্ট খেলেছেন মুমিনুল হক (১৪), তাইজুল ইসলাম (১২), মাহমুদউল্লাহ রিয়াদ (১১) ও ইমরুল কায়েস (১০)।

৫৯ টি-টোয়েন্টির মধ্যে ৪১ টিতেই খেলেছে স্বাগতিকরা। যেখানে ২২ টিতে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের, জয় এসেছে ১৯ ম্যাচে।

শের-ই-বাংলাতে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স-

ম্যাচ- ৪১
জয়- ১৯
পরাজয়- ২২

টি-টোয়েন্টিতে অবশ্য মিরপুরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের নাম মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বোচ্চ ৩৮ ম্যাচ খেলেছেন তিনি। ৩২ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা মুশফিকুর রহিম। সাকিব আল হাসান খেলেছেন ৩০ ম্যাচে। এছাড়া ২০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান (২৮), সৌম্য সরকার (২১) ও আফিফ হোসেন ধ্রুব (২০)।

৯৭ প্রতিবেদক

Read Previous

দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে ইংল্যান্ড

Read Next

নাফিসের প্রস্তাব, মাশরাফির নাম শুনে পারিশ্রমিকও শোনেননি রাজিন সালেহ

Total
0
Share