

পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ৮ এ সিকান্দার রাজার দাপুটে ইনিংসে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। কোয়েটা গ্লাডিয়েটর্সকে তারা হারিয়েছে ১৭ রানের ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে শাহীন শাহ আফ্রিদির দল।
এক সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লাহোর ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের প্রায় অর্ধেক রান রাজার।
৩৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থাকেন রাজা। ২য় সর্বোচ্চ ২১ রান রাশিদ খানের। রাশিদের সাথে ৮ম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন রাজা। ৫০ রানে ৭ উইকেট হারানোর পর এই দুজনের জুটিতেই পথ দেখে লাহোরের ইনিংস।
কোয়েটার পক্ষে নাভিন উল হক ও মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে হারিস রউফ ও রাশিদ খানের চমৎকার বোলিংয়ে ৭ উইকেটে ১৩১ রানে আটকে যায় কোয়েটা। সর্বোচ্চ ৩২ রান উইল স্মিডের। অধিনায়ক সরফরাজ ২৭ রানে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নামা ৯ জনের মধ্যে কেবল ৩ জন ১০০ ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাট করেন।
হারিস রউফ ৩টি এবং রাশিদ খান ২টি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা।
সংক্ষিপ্ত স্কোর:
লাহোর কালান্দার্স: ১৪৮/১০ (১৯.২), মির্জা ২, ফখর ৪, শফিক ১৫, বিলিংস ২, তালাত ৬, শাহীন আফ্রিদি ১৬, রাজা ৭১*, ভিসা ২, রাশিদ ২১, রউফ ০, জামান ০; নাসিম ৪-০-২৯-১, স্মিথ ৪-০-২৭-১, উমাইদ ৩.২-০-২৭-১, নাভিন ৪-০-৩৬-২, নওয়াজ ৩-০-১৯-২
কোয়েটা গ্লাডিয়েটর্স: ১৩১/৭ (২০), ইয়াসির ১৪, স্মিড ৩২, গাপটিল ১৫, হাফিজ ২, ইফতিখার ৩, সরফরাজ ২৭*,স্মিথ ১১, নওয়াজ ৬, উমাইদ ১১*; রউফ ৪-০-২২-৩, রাশিদ ৪-০-১৪-২, ভিসা ৪-০-২২-১
ফলাফল: লাহোর কালান্দার্স ১৭ রানে জয়ী
ম্যাচ সেরা: সিকান্দার রাজা (লাহোর কালান্দার্স)।