

বিপিএল ফাইনালের দিন ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ২য় ওয়ানডের আগে ২য় ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়।
ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকে ২য় ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৩ মার্চ) মাঠে গড়াবে ম্যাচটি।
২২ বছর বয়সী শামীম ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে ১০ টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে এখনো ওয়ানডে বা টেস্ট খেলা হয়নি তার।
২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।