

দ্য হান্ড্রেড লিগের ২০২৩ সংস্করণের প্লেয়ার নিলামের জন্য মোট ৬২০ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। ৬ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে এই সংক্ষিপ্ত তালিকায়। এই ড্রাফটের জন্য নিবন্ধন করা খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণ হবে চলতি মাসেই।
দ্য হান্ড্রেড লিগের ড্রাফট বৃহস্পতিবার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে, স্কাই স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে! নিবন্ধনকৃত মোট ৬২০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেখানে ইংল্যান্ডের স্থানীয় খেলোয়াড় ২৫২ জন, আর বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৩৬৮।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটের ফাইনাল লিস্টে রয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, অলরাউন্ডার আফিফ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
বিদেশি প্লেয়ারদের লিস্টের শুরুতেই সাকিবের নাম। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ইউরো সাকিবের বেস প্রাইস। ওভারসিজ প্লেয়ার ক্যাটাগরিতে ১৭ নম্বরে থাকা লিটন দাসের রিজার্ভ প্রাইস ৭৫০০০ ইউরো। আফিফ হোসেন ধ্রুবর রিজার্ভ মূল্য ৪০ হাজার ইউরো।
এছাড়া চূড়ান্ত লিস্টে থাকা নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারদের কোনো রিজার্ভ মূল্য সেট করেনি দ্য হান্ড্রেড।
৮ দলের এই লিগের ২০২৩ আসরের উদ্বোধনী আগামী ১ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।