আখতারের সমালোচনা, মালিক বলছেন কাজ করছেন বাবর

আখতারের সমালোচনা, মালিক বলছেন কাজ করছেন বাবর
Vinkmag ad

ক্রিকেট খেলার বাইরে একজন খেলোয়াড়ের যোগাযোগ দক্ষতাও থাকতে হয়। সবসময় স্ট্রিমিংয়ে থাকা প্রতিটা খেলোয়াড় ক্রিকেটের পাশাপাশি যোগাযোগ মাধ্যমে সমান তালে নিজের দেশের হয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করছে।

এটা স্পষ্টত যে পাকিস্তানের সবচেয়ে বড় বিজ্ঞাপন তারকা বাবর আজমের হওয়া উচিত ছিল। কিন্ত সে তা নয়। কারণ তার যোগাযোগ দক্ষতা ভালো না। সম্প্রতি এক ক্রিকেট টকশোতে ৪৭ বছর বয়সী বিশ্বের গতি দানব শোয়েব আখতার বাবর আজমকে নিয়ে এমন সমালোচনা করেছেন। বাবার আজম অবশ্য সে সমালোচনার জবাবে এখনো কোনো মন্তব্য করেনি।

তবে তার হয়ে সম্প্রতি বিপিএল খেলে যাওয়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, ‘বাবর আজমকে নিয়ে যে বিতর্ক উঠেছে, সে জড়তা কাটাতে কাজ করছে।’

শোয়েব আখতারের প্রতি সম্মান প্রদর্শন করে শোয়েব মালিক আরও বলেন, ‘আমি মনে করি তার বক্তব্য ছিল উপদেশমূলক। তার বক্তব্যে আমার মনে হয় তিনি বোঝাতে চেয়েছেন ব্রান্ডিং হওয়া বর্তমান প্রজন্মের চাহিদা যা বাবর আজম এখনো হতে পারেননি। আমি জানি বাবর আজম এখন নিজেকে আরও দক্ষ করতে কাজ করেছে।’

টকশোতে শোয়েব আখতার কেবল সমালেচনাই করেননি। পাকিস্তান ক্রিকেটের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত সাইম আইয়ুব হতে পারেন বলে তীব্র আশাবাদ ব্যক্ত করেন।

শোয়েব মালিকও সমস্বরে বলেন, ‘সাইম আইয়ুবের সাথে আমি একই দলে বিপিএল খেলে এসেছি। সে অবশ্যই একজন ভালো মানের খেলোয়াড়। ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ থাকবে তারা যেনো এখনই সাইম আইয়ুবকে জাতীয় দলে এনে তার প্রতিভা নষ্ট না করে। দুই তিন বছর ঘরোয়া লিগে অভিজ্ঞতা অর্জন করে পাকিস্তানের জার্সি গায়ে দিলে সে আট থেকে দশ বছরে দেশের হয়ে ভালো সার্ভিস দিবে।’

৯৭ ডেস্ক

Read Previous

উইমেন্স আইপিএলে ৫ দলের নেতৃত্বভার যাদের কাঁধে

Read Next

রোহিত শর্মার জায়গায় থাকলে রাহুলকে দলে রাখতেন মাইকেল ক্লার্ক

Total
0
Share