উইমেন্স আইপিএলে ৫ দলের নেতৃত্বভার যাদের কাঁধে

উইমেন্স আইপিএলে ৫ দলের নেতৃত্বভার যাদের কাঁধে
Vinkmag ad

৪ মার্চ থেকে শুরু হচ্ছে উইমেন্স আইপিএল ২০২৩। শুরুর ম্যাচে গুজরাট জায়ান্টস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্ট শুরুর আগে ৫ দল নিজেদের ক্যাপ্টেন ঠিক করেছে।

প্রথম আসরের উইমেন্স আইপিএলে ৫ দল ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে লিগ পর্যায়ে। সেরা ৩ দল প্লে অফে খেলবে, যেখানে থাকবে এলিমিনেটর ও ফাইনাল।

প্রথম আসরের ৫ দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জ।

লিগ পর্যায়ে শীর্ষে থাকা দল সরাসরি উঠবে ফাইনালে। ২য় ও ৩য় বাছাই দল ফাইনালে যাবার লড়াইয়ে খেলবে এলিমিনেটরে।

টুর্নামেন্টে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও ব্রাবোর্ন সিসিআইয়ে হবে মোট ২২ ম্যাচ। ৪ মার্চ টুর্নামেন্ট শুরু হয়ে লিগ পর্ব শেষ হবে ২১ মার্চ। ২৪ মার্চে এলিমিনেটর ও ২৬ মার্চ হবে ফাইনাল।

৫ দলই তাদের স্কোয়াড গুছিয়ে নেবার পাশাপাশি ক্যাপ্টেন বেছে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবার আগে তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করে। স্মৃতি মান্দানা দলটির নেতৃত্ব দিবেন।

ইউপি ওয়ারিয়র্জের ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলি, তার ডেপুটি হিসাবে আছেন ভারতীয় অলরাউন্ডার দিপ্তী শর্মা।

ইউপি ওয়ারিয়র্জের ন্যায় গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসও ক্যাপ্টেন হিসাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেছে নিয়েছে। বেথ মুনি নেতৃত্ব দিবেন গুজরাট জায়ান্টসকে। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার সফলতম ক্যাপ্টেন মেগ ল্যানিং।

মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার ভারতীয় ক্যাপ্টেন হারমানপ্রীত করের কাঁধে।

দিল্লি ক্যাপিটালস- ক্যাপ্টেন- মেগ ল্যানিং, কোচ- জোনাথন বেটি

গুজরাট জায়ান্টস- ক্যাপ্টেন- বেথ মুনি, কোচ- রেচেল হেইন্স

ইউপি ওয়ারিয়র্জ- ক্যাপ্টেন- অ্যালিসা হিলি, কোচ- জন লুইস

মুম্বাই ইন্ডিয়ান্স- ক্যাপ্টেন- হারমানপ্রীত কর, কোচ চার্লোট এডওয়ার্ডস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ক্যাপ্টেন- স্মৃতি মান্দানা, কোচ- বেন সওয়ার।

৯৭ ডেস্ক

Read Previous

২০-৩০ রানের সাথে শান্তর আরও যে আক্ষেপ

Read Next

আখতারের সমালোচনা, মালিক বলছেন কাজ করছেন বাবর

Total
0
Share