

৩ হাফ সেঞ্চুরিতে স্বস্তির জয় পেয়েছে পেশোয়ার জালমি। করাচি কিংসকে তারা হারিয়েছে ২৪ রানের ব্যবধানে। বিফলে যায় করাচি কাপ্তান ইমাদ ওয়াসিমের লড়াকু হাফ সেঞ্চুরি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে পেশোয়ার জালমি। শুরুতে মাত্র ২ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বসে জালমি। একাই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন পাকিস্তানের সাবেক বাহাতি পেসার মোহাম্মদ আমির। একে একে ফেরান মোহাম্মদ হারিস, বাবর আজম ও সাইম আইয়ুবকে।
তবে জালমিকে আশার আলো দেখিয়ে বড় স্কোর এনে দেন মিডল অর্ডারের ৩ ব্যাটার টম কোহলার ক্যাডমোর, হাসিবুল্লাহ খান ও রভম্যান পাওয়েল। তাদের ৩ জনের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৯৭ রান করে জালমি।
পাওয়েল মাত্র ৩৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন। ক্যাডমোর অপরাজিত ৫৬ ও হাসিবুল্লাহ ৫০ রান করেন।
ম্যাচে করাচির পক্ষে আমির নেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে করাচির পক্ষে শুরু থেকে ম্যাথু ওয়েড লড়াই চালিয়ে গেলেও বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ছিলেন। ওয়েড ৫৩ রান করে বিদায় নেওয়ার পর হাল ধরেন ইমাদ।
তবে যোগ্য সহায়তার অভাবে দলকে জয়ের কিনারায় পৌঁছাতে পারেননি ইমাদ। ১৭৩ রানে থামতে হয় করাচিকে। ইমাদ অপরাজিত থাকেন ৩০ বলে ৫৭ রানে (১০ চার, ১ ছয়)।
জালমির পক্ষে আজমাতুল্লাহ ওমরজাই ও আমের জামাল ৩টি এবং মুজিব উর রহমান ২টি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন রভম্যান পাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
পেশোয়ার জালমি: ১৯৭/৫ (২০), হারিস ০, বাবর ০, সাইম ১, ক্যাডমোর ৫৬*, হাসিবুল্লাহ ৫০, পাওয়েল ৬৪, জামাল ১৩*; আমির ৪-০-২৬-৪, শামসি ৪-০-২৬-১
করাচি কিংস: ১৭৩/৮ (২০), ওয়েড ৫৩, রসিংটন ১৫, তাহির ৬, ইরফান ৪, শোয়েব ১, ইমাদ ৫৭*, কাটিং ১৫, ইয়ামিন ৮, শামসি ০, আকিফ ৭*; মুজিব ৪-০-২৮-২, ওমরজাই ৪-০-২৮-৩, জামাল ৪-০-৪৩-৩
ফলাফল: পেশোয়ার জালমি ২৪ রানে জয়ী
ম্যাচ সেরা: রভম্যান পাওয়েল (পেশোয়ার জালমি)।