ইনদোরে অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপট

ইনদোরে অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপট
Vinkmag ad

দিনের প্রথম ভাগে অপ্রতিরোধ্য ছিলেন ম্যাথু কুহনেম্যান, মধ্য দুপুরে আবার দাপট দেখান আরেক দুই অজি উসমান খাজা ও মার্নাস লাবুশেইন। তবে বিকেলেটা যেন ছিল রবীন্দ্র জাদেজার, ৪ উইকেট শিকার করে ভারতকে কিছুটা হলেও ফিরিয়েছেন ম্যাচে।

বুধবার ইনদোরে শুরু হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাথু কুহনেম্যানের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হন ভারতের বাঘা বাঘা ব্যাটাররা। তার সাথে নাথান লায়ন যোগ দিলে মাত্র ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। অস্ট্রেলিয়ার তিন স্পিনার মিলে ৯ উইকেট শিকার করে ভারতকে গুটিয়ে দেন মাত্র ১০৯ রানে।

জবাবে খেলতে নেমে উসমান খাজা ও মার্নাস লাবুশেইনের ৯৬ রানের দুর্দান্ত জুটিতে ৪ উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে তাই অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪৭ রানে। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি লাবুশেইনকে (৩১) ফিরিয়ে ভাঙেন জাদেজা। এরপর আরো দুই উইকেট নিয়ে শেষ বিকেলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন ভারতের বা হাতি স্পিনার।

ইনদোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভাল হয়নি ভারতের। অজি তিন স্পিনারকে সামলাতে এক প্রকার হিমশিম খান ভারতের ব্যাটাররা। অজি স্পিন ত্রয়ী; ম্যাথু কুহনেম্যান, নাথান লায়ন, টড মার্ফি মিলে মাত্র ৪৫ রানেই স্বাগতিকদের ৫ ব্যাটারকে ফেরান সাজঘরে। তবে অন্যদের ব্যর্থতার দিনে ভিরাট কোহলিই একটু লড়াই করার চেষ্টা করেন।

দুই ওপেনারকে রোহিত শর্মা (১২) ও শুবমান গিলকে (২১) ফিরিয়ে ভারতের ব্যাটিংয়ের ধ্বংসলীলার শুরুটা করেন কুহনেম্যান। এরপর নাথান লায়নের বলে বোল্ড হন চেতেশ্বর পুজারা (১), ওভার দুয়েক পরে জাদেজাও (৪) লায়নের বলে ক্যাচ দেন কুহনেম্যানকে। পরের ওভারে শ্রেয়াস আইয়ার ফিরেন ডাক মেরে। কুহনেম্যানের বলে আইয়ার (০) আউট হলে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।

৪৫ রানে ৫ উইকেট হারানোর পর ভারত তাকিয়েছিল ভিরাট কোহলির ব্যাটে। একটু সতর্কতার সাথেই ব্যাট করছিলেন কোহলি, ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে আশার প্রতীকই হতে পারতেন কোহলি। তবে সেটা হতে দেননি টড মার্ফি, ইনিংসের ২২তম ওভারে কোহলিকে (২২) এলবিডব্লিউতে সাজঘরে পাঠান মার্ফি। ফলে ৭০ রানে ৬ উইকেট হারায় ভারত। আর তাতে থামে শ্রীকর ভারতের সাথে ভিরাটের ২৫ রানের জুটি।

অষ্টম উইকেটে উমেশ যাদব ও আক্সার পাটেল ২০ রান যোগ করলে ভারতের সংগ্রহ একশো ছাড়ায়। যাদবকে (১৭) আউট করে নিজের দ্বিতীয় টেস্টে প্রথম পাঁচ উইকেটের দেখা পান কুহনেম্যান। এর আগে তিনি রবীচন্দ্রন অশ্বিনকেও ফিরিয়েছেন উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে। ভারতের শেষ উইকেটটি নেন নাথান লায়ন ও ট্রেভিস হেড মিলে, হেডের দারুণ থ্রোতে মোহাম্মদ সিরাজকে (০) রান আউট করেন লায়ন। ফলে ১০৯ রানেই থামে ভারতের ইনিংস।

মাত্র ৯ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন ম্যাথু কুহনেম্যান। ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন লায়ন। এছাড়া ১টি উইকেট পান টড মার্ফি।

জবাবে খেলতে নেমে ১২ রানেই ওপেনার ট্রেভিস হেডকে (৯) হারায় অস্ট্রেলিয়া। জাদেজার বলে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হেড, মাঠ আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জিতে যায় ভারত।

তবে এরপরের গল্পটা শুধু উসমান খাজা ও মার্নাস লাবুশেইনের। দুজনের ৯৬ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। খাজা-লাবুশেইনের এই জুটি অস্ট্রেলিয়াকে লিড পেতে সাহায্য করেছে। জাদেজা স্পিন সামলিয়ে ইনিংস মেরামতেও বেশ সফল খাজা ও লাবুশেইন। যদিও শেষমেষ দুজনেই ঘায়েল হয়েছেন জাদেজার স্পিন ঘূর্ণিতেই।

দলীয় ১০৮ রানে লাবুশেনকে (৩১) ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন জাদেজা। আবার দলীয় ১২৫ রানে ফিফটি করা খাজাকে ফিরিয়ে অজিদের লাগাম টেনে ধরেন জাদেজা। আউট হওয়ার আগে খাজা ১৪৭ বলে ৪ বাউন্ডারিতে করেন ৬০ রান। উইকেটে থিতু হতে থাকা স্টিভ স্মিথকে (২৬) ফিরিয়ে শেষ বিকেলে ভারতীয় মুখে হাসি ফোটান জাদেজা। দিন শেষে ৫৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে অস্ট্রেলিয়া। ৭ রানে অপরাজিত আছেন পিটার হ্যান্ডসকম্ব আর ক্যামেরুন গ্রিন ব্যাট করছেন ৬ রানে।

৬৩ রানে ৪ উইকেট শিকার করে ভারতকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছেন জাদেজা।

৯৭ ডেস্ক

Read Previous

যেকারণে ৫ নম্বরে নেমেছেন সাকিব

Read Next

পাওয়েল ঝড়ে ম্লান আমির-ইমাদ

Total
0
Share