

ওয়ানডে ক্রিকেটে ৩ নম্বরে নামা ব্যাটারদের মধ্যে অন্যতম সফল সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ৩ নম্বরে নেমে বাজিমাত করা সাকিব খেলছিলেন এই পজিশনেই। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব নামেন ৫ নম্বরে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা নাজমুল হোসেন শান্ত জানান মূলত ডান-বাম কম্বিনেশনের কারণেই সাকিবের ৫ নম্বরে নামা।
সাকিব কেনো ৫ নম্বরে নেমেছেন এই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না, স্পেসিফিক ওরকম কোন কারণ নেই। তবে আমার মনে হয় লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড একটা কম্বিনেশন ছিল- মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সেকারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’
সাকিবের পছন্দের ৩ নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮২ বলে ৬ চারে ৫৮ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার প্রথম ফিফটি, ক্যারিয়ার সেরা ইনিংস।
তবে এই এক ইনিংসেই সবকিছু শিখে ফেলেছেন সেই দাবি করছেন না এই বাঁহাতি ব্যাটার। বরং শান্ত বলেন এই ইনিংসে অনেক ভুল দেখেছেন তিনি। এই ইনিংস বড় করলে দল উপকৃত হত বলে মনে করেন তিনি।
‘না, মাত্র একটা ম্যাচ রান করলাম, এখনই এটা বলা ঠিক হবে না যে অনেক কিছু শিখে গেছি। এমনকি আজকের ম্যাচেও অনেক মিসটেক ছিল আমার। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে আমরা হয়তো ২৪০-২৫০ আমরা করতে পারতাম। ভালো একটা ইনিংস হয়েছে, এটা হয়তো সামনের ম্যাচে আমাকে আত্মবিশ্বাস দিবে।’