২০-৩০ রানের সাথে শান্তর আরও যে আক্ষেপ

শান্ত'র ফিফটিতে বাংলাদেশের ২০৯
Vinkmag ad

প্রথম উইকেট জুটিতে ৩৩, ২য় উইকেট জুটিতে ১৮, ৩য় উইকেটে ৪৪, ৪র্থ উইকেটে ১১, ৫ম উইকেটে ৫৩- ১৫৯ রানে ৫ উইকেট হারানোর পর আর মাত্র ৫০ রান এসেছে শেষ ৫ উইকেটের বিনিময়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা মন্দ না হলেও শেষের ব্যর্থতায় রানকে ২৫০ এর কাছাকাছি নিতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করা নাজমুল হোসেন শান্ত বলছেন ২০ থেকে ৩০ রান কম করেছে দল। 

ব্যাটিংয়ে কম রান করার পরও বল হাতে ইংলিশদের চেপে ধরেছিল টাইগার বোলাররা। ১০৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। তবে এরপর ডেভিড মালান মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদদের নিয়ে দলকে জয় পাইয়ে দেন। শান্ত ২০-৩০ রানের সাথে মাঝের সময়ে ১-২ উইকেট নিতে না পারার আক্ষেপেও পুড়েছেন। 

শান্ত বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো বল করেছি। মাঝে যদি আমরা ১ বা ২ উইকেট নিতে পারতাম তাহলে ভিন্ন গল্প হত।’

‘হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে আমরা যখন ইনিংস শেষ করেছিলাম ২০ থেকে ৩০ রান কম করেছি। তবে যেভাবে বোলিংয়ে আমরা শুরু করেছি, ১০০ রানে ৫ উইকেট- আমার মনে হয় আমরা ভালোভাবে কামব্যাক করেছিলাম। বলা যায় ২০-২৫ রান কম করার পরে বোলিংয়ে ভালো কামব্যাক করেছিলাম। শেষটা আরেকটু ভালো হলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম।’

‘মিডল ওভারে আমরা ৩ টা ব্যাক টু ব্যাক উইকেট দিয়ে দিয়েছি, পরে ওখান থেকে আমরা কামব্যাক করতে পারিনি। তবে এরপরও আমরা যেভাবে বোলিংটা শুরু করেছিলাম, ঐ রানটা ডিফেন্ড করার মত অবস্থায় আমরা চলে গিয়েছিলাম। আমাদের যে বোলিং অ্যাটাক, ওদের ১০০ রানে ৫ উইকেট পড়ে যাবার পর আমাদের ম্যাচটা জেতা সম্ভব ছিল। যেটা হয়নি, তবে আমাদের বোলাররা ভালো বল করেছে। ফিজ, তাসকিন, তিন স্পিনার সবাই ভালো বল করেছে, তবে আমার মনে হয় ডেভিড মালান খুব ভালো ব্যাটিং করেছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

পাওয়েল ঝড়ে ম্লান আমির-ইমাদ

Read Next

উইমেন্স আইপিএলে ৫ দলের নেতৃত্বভার যাদের কাঁধে

Total
0
Share