

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে বিসমাহ মারুফ পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। অধিনায়কত্ব ছাড়লেও পাকিস্তান দলে খেলে যাবেন এই তারকা ব্যাটার।
২০১৭ সালের সেপ্টেম্বরে বিসমাহ মারুফ পাকিস্তানের ক্যাপ্টেন হয়েছিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো জয়/পরাজয়ের অনুপাত তার।
বিসমাহ মারুফের অধিনায়কত্বে পাকিস্তান ৩৪ ওয়ানডের ১৬ টিতেই জয় পেয়েছে। ৬২ টি-টোয়েন্টিতে জয় ২৭ ম্যাচে।
Bismah Maroof has stepped down as the captain of the Pakistan women’s team! pic.twitter.com/ASkjJoeEgi
— Pakistan Cricket (@TheRealPCB) March 1, 2023
ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণায় বিসমাহ মারুফ বলেন, ‘আমার দেশকে নেতৃত্ব দেওয়া ছিল আমার জন্য গর্বের। অনবদ্য ও পরিশ্রমী সতীর্থদের নেতা হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যাত্রাটা দারুণ ছিল, যেখানে চড়াই-উতরাই ছিল। তবে দিনশেষে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগ করে দেওয়ায়।’
বিসমাহ যোগ করেন, ‘আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সাইকেল কেবল শুরু, সামনে আছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার মতে দারুণ এক ট্রানজিশনের জন্য এটিই সঠিক সময়। আমি কেবল একজন খেলোয়াড় হিসাবে দলে আমার ভূমিকা রাখতে মুখিয়ে আছি।’
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ক্যাপ্টেন বিসমাহ মারুফের ভূয়সী প্রশংসা করেন। পিসিবি এখনো নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি।