টেস্ট বোলারদের শীর্ষস্থান যেনো মিউজিক্যাল চেয়ার

টেস্ট বোলারদের শীর্ষস্থান যেনো মিউজিক্যাল চেয়ার
Vinkmag ad

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই মুহূর্তে আইসিসি র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ টেস্ট বোলার। এর আগে প্যাট কামিন্সের রাজত্ব শেষ করে শীর্ষে ওঠা জিমি অ্যান্ডারসন নেমে গেছেন দুই নম্বরে। তিন নম্বরে আছেন পারিবারিক কারণে ইনদোর টেস্ট মিস করা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্টে ৬ উইকেট নিয়ে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান নিজের করেছেন অশ্বিন। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড, র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে অ্যান্ডারসনের।

৩৬ বছর বয়সী অশ্বিন প্রথমবার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০১৫ সালে। এরপর বেশ কয়েকবার শীর্ষস্থান নিজের করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি থাকা দুই টেস্টে নিজের ফর্ম ধরে রেখে অশ্বিন ১ নম্বর জায়গা ধরে রাখতে চাইবেন।

প্রতি সপ্তাহেই র‍্যাংকিংয়ে হালনাগাদ করে থাকে আইসিসি। গেল ৩ সপ্তাহে ৩ বার বদলেছে টেস্ট বোলারদের শীর্ষস্থান। প্যাট কামিন্স থেকে জিমি অ্যান্ডারসন। জিমি অ্যান্ডারসন থেকে রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট বোলারের শীর্ষস্থান যেনো মিউজিক্যাল চেয়ার।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে শীর্ষ টেস্ট বোলার (সেরা ১০)-

১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৬৪
২. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮৫৯
৩. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৮৫৮
৪. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৯৫
৫. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭৮৭

৬. ওলি রবিনসন (ইংল্যান্ড)- ৭৮৫
৭. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৬
৮. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৭৬৩
৯. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৫৭
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৩৫।

৯৭ ডেস্ক

Read Previous

শান্ত’র ফিফটিতে বাংলাদেশের ২০৯

Read Next

হুট করেই নেতৃত্ব ছাড়লেন বিসমাহ মারুফ

Total
0
Share