শান্ত’র ফিফটিতে বাংলাদেশের ২০৯

শান্ত'র ফিফটিতে বাংলাদেশের ২০৯
Vinkmag ad

ইন-ফর্ম নাজমুল হোসেন শান্ত এবার রানের ফোয়ারা ছোটাচ্ছেন দেশের জার্সিতে। শান্ত’র অনবদ্য ব্যাটিং শো আর্চার, উডদের বিরুদ্ধে। ওয়ানডেতে শান্ত’র প্রথম ফিফটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ২০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের সামনে ২১০ রানের লক্ষ্য। সাকিব, তাসকিন, মুস্তাফিজদের রোমাঞ্চকর বোলিংয়ের অপেক্ষায় মিরপুর।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাসকে সঙ্গে নিয়ে আসেন ওপেনিংয়ে। শুরুটা মন্দ হয়নি। ক্রিস ওকসের বিপক্ষে সুযোগ পেয়ে লিটনের সঙ্গে জুটি এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক তামিম।

৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে লিটনের বিদায়ে। ক্রিস ওকসকে আগের বলে ৮৫ মিটারের ছয় হাঁকিয়ে পরের বলে পড়েন লেগ বিফোরের ফাঁদে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি ১৫ বলে ৭ করা লিটন। নিজের প্রিয় পজিশন হারিয়েছেন সাকিব আল হাসান। তিনে নামেন নাজমুল হোসেন শান্ত।

আর্চারকে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন শান্ত। এরপর তামিমকে সঙ্গ দেন দারুণভাবে। পরের ওভারে ওকসকে টানা দুই বাউন্ডারি হাঁকান শান্ত। মার্ক উড এসে তুলেন গতির ঝড়, তাতেই তামিমের অসহায় আত্মসমর্পণ। প্রথম দুই বলে কোন রান করতে না পারা তামিম পরের ১৪৯ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে আসা বলের গতি সামলাতে না পেরে স্টাম্প খুইয়েছেন টাইগার অধিনায়ক। ফেরার আগে ৩২ বল খেলে ৪ বাউন্ডারিতে সাজান ২৩ রানের ইনিংস।

এরপরও উইকেটে আসতে পারেননি সাকিব। চারে ব্যাট করতে এসে মুশফিকুর রহিম রীতিমতো ধুঁকেছেন। শেষপর্যন্ত আদিল রশিদের বলে বল আকাশে তুলে হয়েছেন ক্যাচ। ৩৪ বল খেলে ফেলা মুশফিকের ব্যাট থেকে দেখা যায় কেবল ১ ছয়, রান করেছেন মোট ১৭। ছক্কাটিও অবশ্য হয়েছে ফিল্ডার ফিল সল্টের বাদান্যতায়। 

উইল জ্যাকসের ওয়ানডে অভিষেকের প্রথম বলেই চার মারেন সাকিব। কিন্তু পাঁচ নম্বরে নেমে ১২ বলে ৮ রানের বেশি করতে পারেননি। মইন আলিকে সুইপ খেলতে যেয়ে হারিয়েছেন মিডল-লেগ স্টাম্প।

টপ অর্ডারের বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। ১৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ে এটিই শান্তর প্রথম ফিফটি। ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে হোমে তিন নম্বরে নামা কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ফিফটির মালিক শান্ত।

ফিফটির পর অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। আদিল রশিদের বলে শর্ট মিডউইকেটে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন জেসন রয়। ৫৮ রানের ইনিংস সাজাতে শান্ত খেলেন ৮২ বল। এরমাঝে বাউন্ডারি হাঁকান ৬টি।

পরের ওভারে মার্ক উড এসে বিদায় করেন মাহমুদউল্লাহ রিয়াদকে। লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে বাটলারের হাতে ক্যাচ হন ৩১ রানে থাকা রিয়াদ। আফিফ হোসেন ধ্রুবকে (৯) ফিরিয়ে উইল জ্যাকস দখলে নেন প্রথম ওয়ানডে উইকেট। স্কোরবোর্ডে ১৭৫ রান উঠতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট।

জফরা আর্চারের প্রথম শিকার মেহেদী হাসান মিরাজ। ১৭ বল খেলে বাউন্ডারিবিহীন ৭ রানের ইনিংস আসে মিরাজের ব্যাট থেকে। ১ ছয় ও ১ চারে ১৪ করা তাসকিন ইনসাইড এজে হয়েছেন কিপারের হাতে ক্যাচ। আর্চারের ঝুলিতে যায় দ্বিতীয় উইকেট। তাইজুল ইসলাম ব্যক্তিগত ১০ রানে আউট হন শেষ ব্যাটার হিসেবে। শেষপর্যন্ত ২০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০৯/১০ (৪৭.২ ওভার) লিটন ৭, তামিম ২৩, মুশফিক ১৭, সাকিব ৮, শান্ত ৫৮, রিয়াদ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০; আর্চার ২/৩৭, ওকস ১/২৮, উড ২/৩৪, আদিল ২/৪৭, জ্যাকস ১/১৮, মইন ২/৩৫। 

৯৭ প্রতিবেদক

Read Previous

দুই পেসারের একাদশ, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Read Next

টেস্ট বোলারদের শীর্ষস্থান যেনো মিউজিক্যাল চেয়ার

Total
0
Share