

২০১৬ সালের পর আবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসা ইংল্যান্ডের প্রথম অ্যাসাইনমেন্ট আজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে মিরপুরে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
Modhumoti Bank Limited ODI Series: 1st ODI
Bangladesh vs EnglandBangladesh have won the toss and have decided to bat
Full Match Details : https://t.co/V5xk224Siy
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole, TOFFEE #BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/jTGH3W7Q8P
— Bangladesh Cricket (@BCBtigers) March 1, 2023
ইংল্যান্ড একাদশে আছে দুই গতিতারকা জফরা আর্চার ও মার্ক উড। সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। বাংলাদেশ একাদশে অবশ্য ২ পেসার- তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
মেহেদী হাসান মিরাজ সহ মোট ৮ ব্যাটার বাংলাদেশ একাদশে। অভিষেকের অপেক্ষা বাড়ছে তৌহিদ হৃদয়ের।
ট-টোয়েন্টি ও টেস্টের পর ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে উইল জ্যাকসের।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি স্পোর্টস। এছাড়া র্যাবিটহোল (ওয়েবসাইট ও অ্যাপ) ও টফি অ্যাপে দেখা যাবে ম্যাচ।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ-
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।