দুই পেসারের একাদশ, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ইংল্যান্ড
Vinkmag ad

২০১৬ সালের পর আবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসা ইংল্যান্ডের প্রথম অ্যাসাইনমেন্ট আজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে মিরপুরে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ইংল্যান্ড একাদশে আছে দুই গতিতারকা জফরা আর্চার ও মার্ক উড। সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। বাংলাদেশ একাদশে অবশ্য ২ পেসার- তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

মেহেদী হাসান মিরাজ সহ মোট ৮ ব্যাটার বাংলাদেশ একাদশে। অভিষেকের অপেক্ষা বাড়ছে তৌহিদ হৃদয়ের। 

ট-টোয়েন্টি ও টেস্টের পর ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে উইল জ্যাকসের। 

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি স্পোর্টস। এছাড়া র‍্যাবিটহোল (ওয়েবসাইট ও অ্যাপ) ও টফি অ্যাপে দেখা যাবে ম্যাচ।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ-

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

৯৭ প্রতিবেদক

Read Previous

চারদিকে শোরগোল, সবকিছুর মধ্যে মইন আলি ঘুমে

Read Next

শান্ত’র ফিফটিতে বাংলাদেশের ২০৯

Total
0
Share