চারদিকে শোরগোল, সবকিছুর মধ্যে মইন আলি ঘুমে

চারদিকে শোরগোল, সবকিছুর মধ্যে মইন আলি ঘুমে
Vinkmag ad

একটি দুর্দান্ত টেস্ট যখন নিউজিল্যান্ডে সমাপ্তির দিকে, ইংল্যান্ডের অন্য সিনিয়র স্কোয়াড সবেমাত্র বাংলাদেশে ঘুম থেকে জেগে উঠে। যদিও ওয়েলিংটনের টেস্ট তাদের হোটেলে দেখানো হচ্ছিল না; কিছু খেলোয়াড় খেলার শেষ অংশ দেখার উপায় খুঁজে পেয়েছিল, অন্যরা বাড়িতে বা মাঠে বন্ধুদের পাঠানো বার্তাতে আপডেট জেনেছে। কিন্তু অলরাউন্ডার মইন আলি সে সময় সবকিছুর মধ্য দিয়ে ঘুমিয়েছিলেন।

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মাঠে গড়াতে এক দিনেরও কম সময়। ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আগের দিন বেলা ২টায় মিরপুর হোম অব ক্রিকেটে অনুশীলনে আসে ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড।

কিন্তু সকাল ৯টা বাজতেই শেষের রোমাঞ্চে এসে ভিড়ে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ওয়ানডে দলের সদস্যরা তখন ঢাকার টিম হোটেলে কেউ ঘুমে। জেগে উঠে কেউ ফোনে নিচ্ছেন খোঁজ।

কিন্তু এ সবকিছু ছাপিয়ে অবিশ্বাস্য এক জয় নিউজিল্যান্ডের! মাত্র ১ রানে জিতল, প্রথম ইনিংস শেষে ফলো-অনে পড়েও। টেস্ট দলের থ্রিলে ভরপুর ম্যাচ দেখতে পারেননি বাংলাদেশে থাকা বাটলার, মইনরা। তবুও এই জয় স্মরণীয় হয়ে থাকবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে।

নাটকীয়তাই ভরপুর টেস্টের ফিনিশিং মিস করে ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে মইন আলি বলেছেন,

‘আমি দুপুর সাড়ে ১২টায় ঘুম থেকে উঠি, ট্রেনিংয়ের জন্য বাসে উঠেছিলাম এবং কেউ বলেছিল: ‘আপনি কি খেলা দেখেছেন?’ আমি স্কোর চেক করতে ভুলে গিয়েছিলাম। আমি আসলে সকালে নামাজের জন্য ঘুম থেকে উঠতাম, আমাদের এখনও সেখানে রুট, স্টোকস ছিল এবং আমি ভেবেছিলাম আমাদের একটি সুযোগ আছে, কিন্তু তারপরে যা ঘটেছিল আমি তা শুনেছিলাম এবং মাঠে যাওয়ার পথে ইউটিউবে হাইলাইটস দেখেছিলাম।’

রোমাঞ্চকর টেস্টে কিউইদের দারুণ জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে মাত্র ১ রানের ব্যবধানে জিতে শোরগোল ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। এমন ম্যাচ দেখতে না পেরেও আক্ষেপ নেই মইন আলির।

পরের দিন (আজ, ১ মার্চ) ইংল্যান্ডের আরেক ম্যাচ বাংলাদেশে। জস বাটলারের নেতৃত্বাধীন ওয়ানডে স্কোয়াড লড়বে সাকিব, তামিমদের বিপক্ষে।

৯৭ প্রতিবেদক

Read Previous

নাইমের জোড়া শতকের ম্যাচে ব্যাটার সাকিবের ঝলক

Read Next

দুই পেসারের একাদশ, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Total
0
Share