

কক্সবাজারে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি হয়েছে ড্র। ব্যাট হাতে দুই ইনিংসে ২টি শতক হাঁকিয়ে ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাইম ইসলাম। নাইমের দিনে ব্যাট হাতে আলো কেড়েছেন তানজিম হাসান সাকিবও, উত্তরাঞ্চলের এই পেসার খেলেছেন ৯০ রানের ঝলমলে এক ইনিংস।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর এই ম্যাচে ব্যাটাররাই রাজত্ব করেছেন বাইশগজে। প্রথম ইনিংসে নাইম ইসলামের সেঞ্চুরির জবাব পূর্বাঞ্চল দিয়েছিল মুমিনুল হক ও জহুরুল ইসলামের জোড়া সেঞ্চুরিতে।
দ্বিতীয় ইনিংসে এসেও নাইম ইসলাম করেছেন সেঞ্চুরি, পূর্বাঞ্চল অবশ্য এই সেঞ্চুরির জবাব অবশ্য দিতে পারেনি। কারণ দ্বিতীয় ইনিংসে তারা আর ব্যাট করার সুযোগ পায়নি। উত্তরাঞ্চল ৮ উইকেটে ৪১৯ রানে ইনিংস ঘোষণা করলে ড্র মেনেই মাঠ ছাড়েন দুই দলের অধিনায়ক।
মঙ্গলবার ৩ উইকেটে ১৩৮ রানে দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। নাইম ইসলামের সাথে ৮৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফিরেন আমিনুল ইসলাম বিপ্লব। পরে নাসির হোসেনকেও (৬) দ্রুত সাজঘরে পাঠান তানভীর ইসলাম।
ষষ্ঠ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে ৮০ রানের জুটি গড়েন নাইম। দলীয় ২৭৯ রানে অঙ্কন (৪৭) আউট হন তানভীরের বলে। দলীয় ২৮৩ রানে আবার সানজামুল ইসলামকে (২) ফেরান আবু জায়েদ রাহি।
অষ্টম উইকেটে নাইম ও তানজিম মিলে গড়েন ১৩৬ রানের দারুণ এক জুটি। সেই জুটিতে নাইম ছুঁয়ে ফেলেন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি, তবে তানজিম ফিরেন নব্বইয়ের ঘরে সেঞ্চুরির আক্ষেপে পুড়ে। দলীয় ৪১৯ রানে তানজিম আউট হলে হলে উত্তরাঞ্চল ইনিংস ঘোষণা করে দেয়। সেঞ্চুরি করে নাইম অপরাজিত থাকেন ১০৭ রানে। ২৪৯ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলেন নাইম। তানজিম ৯২ বলে ১৩ চার এবং ৩ ছক্কায় করেন ৯০ রান।
পূর্বাঞ্চলের হয়ে ৩টি উইকেট শিকার করেন তানভীর ইসলাম। ১টি করে উইকেট পান আবু জায়েদ, আনামুল হক, রিপন মন্ডল, ও ইয়াসির আলী রাব্বি।
এর আগে নাইম ইসলামের (১০৭) সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৭৮ রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। নাইম ছাড়া ফিফটি করেন সানজামুল (৫৮)।
পূর্বাঞ্চলের হয়ে ৪টি উইকেট শিকার করেন আবু জায়েদ। তানভীর ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন আনামুল হক ও মোহাম্মদ আশরাফুল।
জবাবে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল মুমিনুল হক (১৩৪) ও জহুরুল ইসলাম (১০৩) জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রান করে। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৯৪ রানের জুটি। এছাড়া ৬৮ রান করেন শাহাদাত হোসাইন দিপু।
উত্তরাঞ্চলের সালাউদ্দিন শাকিল নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন সানজামুল ও আমিনুল ইসলাম। ১টি উইকেট লাভ করেন তানজিম ও নাসির হোসাইন।
কক্সবাজারে ড্র হওয়া ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাইম ইসলাম। প্রথম ইনিংসে ১০৭ রান করার পাশাপাশি নাইম দ্বিতীয় ইনিংসে ছিলেন ১০৭ রানে অপরাজিত।