বাংলাদেশের বোলিং অ্যাটাককে প্রশংসায় ভাসিয়ে মইন নিজেদেরই রাখলেন উপরে

মইন আলি
Vinkmag ad

সাকিব, তাইজুলদের স্পিন বিষের ভয়ে ইংল্যান্ড দল নেটে ব্যাট করেছে বাঁহাতি স্পিনারের বিপক্ষে। টাইগার বোলিং অ্যাটাককে প্রশংসায় ভাসিয়ে ইংলিশ তারকা অলরাউন্ডার মইন আলি বললেন, ‘আমরাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি’।

নিজেরা বিশ্বচ্যাম্পিয়ন হলেও ঘরের দল বাংলাদেশের বিপক্ষে বড় চ্যালেঞ্জ দেখছে মইন আলি। উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের স্বর্গ। প্রতিপক্ষকে ঘূর্ণি উইকেটে ফেলে বিভ্রান্ত করা তো পুরোনো কৌশল।

কিন্তু মঈন, রশিদরা একাধিকবার বাংলাদেশে খেলে যাওয়ায় উইকেটের আচরণ বুঝতে বড় কোনো সমস্যা হবে না। টাইগারদের স্পিন আক্রমণকে প্রশংসায় ভাসিয়ে সংবাদ সম্মেলনে মইন আলি জানালেন, তারাও যথেষ্ট প্রস্তুত সাকিব, নাসুমদের মোকাবিলা করতে।

‘হ্যাঁ। যখন আপনি এই ধরনের জায়গাতে (ভারতীয় উপমহাদেশে) আসবেন, আপনি ভালো স্পিন বোলিং আশা করবেন। আমরা জানি, তারা (বাংলাদেশের স্পিনাররা) খুবই ভালো, বছরের পর বছর ধরে তারা এখানে কত ভালো করেছে এবং একটা দল হিসেবে বাংলাদেশ কতটা ভালো করেছে। তবে কেবল স্পিনাররা না, তাদের পেসাররাও খুব ভালো এবং তাদেরকে খেলার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। নেটে আমরা বাঁহাতি স্পিনারদের বিপক্ষে খেলেছি, (যেহেতু) বাংলাদেশের (একাধিক বাঁহাতি স্পিনার) রয়েছে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদের প্রমাণ করে যাচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বাংলাদেশ সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলতে এসে তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ইংলিশরা।

সিরিজ শুরুর আগে মইন আলির হুংকার, টাইগারদের সামলানোর মতো খেলোয়াড় আমাদের আছে। মঈনের কণ্ঠে,

‘হ্যাঁ, অবশ্যই। আমরা বিশ্বজুড়ে এটা (আক্রমণাত্মক মনোভাব) করে দেখিয়েছি। এটা ভিন্ন একটা চ্যালেঞ্জ এবং সম্ভবত, ভিন্ন রকমের একটি পরিকল্পনা (করব আমরা)। তবে মানসিকতা সব সময় একই থাকবে। আর উইকেট যেমনই হোক, কেউ যদি খারাপ বল করে, আপনি অবশ্যই মারার চেষ্টা করবেন। আমরা আত্মবিশ্বাসী, এখানে ভালো খেলার মতো খেলোয়াড় আমাদের আছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘আমি বিশ্বাস করি না, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না’

Read Next

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

Total
0
Share