প্রথম ওয়ানডের টিকিটে নেই ইংল্যান্ডের পতাকা

প্রথম ওয়ানডের টিকিটে নেই ইংল্যান্ডের পতাকা
Vinkmag ad

আরও একবার সামনে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্ব। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের টিকিটে ইংল্যান্ডের পতাকার পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইউনাইটেড কিংডমের (ইউকে) পতাকা।

‘দ্য ইউনাইটেড কিংডম’ হল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে গঠিত সার্বভৌম একটি দেশ। ইংল্যান্ড হল ইউনাইটেড কিংডম বা ইউকে-র একটি অংশ। 

ইউনাইটেড কিংডম এর যেমন পতাকা রয়েছে ইংল্যান্ডেরও রয়েছে নিজস্ব পতাকা।

কিন্তু বিসিবির নিয়োজিত টিকিট সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পার্থক্য বুঝতে পারেননি। ফলে ইংল্যান্ডের পতাকার বদলে তারা প্রথম ওয়ানডের সব টিকিটে জুড়ে দিয়েছে ইউনাইটেড কিংডমের পতাকার ছবি।

মার্চের ১-১৪ পর্যন্ত ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ৩ ওয়ানডে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যেই দুই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।

২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। শেষবার বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারীরা।

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে। মিলবে কাল ম্যাচের দিনও। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায়। 

৯৭ প্রতিবেদক

Read Previous

রোমাঞ্চের নানা অলি-গলি পেরিয়ে নিউজিল্যান্ডের ১ রানের জয়

Read Next

‘আমি বিশ্বাস করি না, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না’

Total
0
Share