

বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমের অবস্থা স্বাভাবিক না, সাকিব-তামিম সম্পর্কে ফাটল- ক্রিকবাজকে দেওয়া বিস্তারিত সাক্ষাৎকারে বিসিবি সভাপতি দেন বেশ কিছু তথ্য। আজ গণমাধ্যমের মুখোমুখি হন হেড কোচ হাথুরুসিংহে। তার বক্তব্য, এতে দলের মধ্যে কোনো প্রভাব পড়বে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত হন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিব-তামিম দ্বন্দ্বের প্রসঙ্গ উঠতেই হাথুরুসিংহের ভাষ্য,
‘প্রথমত আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না।’
হাথুরুসিংহের মতে, জাতীয় দলের হয়ে বাইশ গজে খেলতে হলে একে অপরের খুব ভালো বন্ধু না হলেও চলবে।
তামিম-সাকিবের মধ্যে সমস্যায় ড্রেসিংরুমের অবস্থা ভালো না, মানছেন না হাথুরুসিংহে। তার বক্তব্য, এতে দলের মধ্যে কোনো প্রভাব পড়ছে না এবং কোনো সমস্যাও দেখছেন না তিনি,
‘যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।’