

ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ মাঠে গড়ানোর আগের দিন আনুষ্ঠানিক নাম ঘোষণায় জানানো হল- টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংক লিমিটেড। কো স্পন্সর হল ইউসিএসআই ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাস। পাওয়ার্ড বাই মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার।
আজ (২৮শে ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মধুমতি ব্যাংক লিমিটেড টাইটেল স্পন্সরের সত্ব পেয়েছে।
এই সিরিজের পাওয়ার্ড বাই কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস আসন্ন এই সিরিজের কো-স্পন্সর।
মার্চের ১-১৪ পর্যন্ত ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ৩ ওয়ানডে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যেই দুই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। শেষবার বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারীরা।
Tags: বাংলাদেশ-ইংল্যান্ড বিসিবি