সাদমান, অমিতের জোড়া শতকে বগুড়ায় এগিয়ে দক্ষিণাঞ্চল

তামিমের পরামর্শ মেনে খেলেছেন সাদমান
Vinkmag ad

প্রথম ইনিংসে সাদমান ইসলামের (১৩০), দ্বিতীয় ইনিংসে অমিত হাসানে অপরাজিত সেঞ্চুরিতে বগুড়ায় চালকে আসনেই আছে বিসিবি দক্ষিণাঞ্চল। তৃতীয় দিন শেষে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৬ রানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের ৩১৩ রানের জবাবে মধ্যাঞ্চল জাকের আলি অনিকের অপরাজিত ১৩৮ রানের ইনিংসে ২৮৩ রান সংগ্রহ করে। জাকের ১৩৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ১৫ বাউন্ডারি এবং ২ ছক্কায়। দক্ষিনাঞ্চলের বোলার সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ ৩টি করে উইকেট শিকার করেন।

৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিনাঞ্চল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ পিনাক ঘোষ, মুশফিক হাসানের বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেন এলবিডব্লিউ হয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান আজ ফিরেন খুব দ্রুত। রানের খাতা খোলার আগেই এই ওপেনারকে আউট করেন আবু হায়দার রনি। দলীয় ৭ রানে সাদমান ফিরেন সাজঘরে। ইনিংসের পঞ্চম ওভারে দুই ওপেনারকে হারায় দক্ষিনাঞ্চল। তিনে নামা এনামুল হক বিজয়ও (১৫) ফিরেন দ্রুত।

২৮ রানে ৩ হারানোর পর দলে হাল ধরেন অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ব্যাট করা অমিত মধ্যাঞ্চলের বিপক্ষে পেয়ে যান সেঞ্চুরির দেখা। ফজলে মাহমুদের সাথে ২৯২ রানের দারুণ এক জুটি গড়ে দলের নিরাপদ অবস্থান নিশ্চিত করেন অমিত। নব্বুইয়ের ঘরে ফজল মাহমুদ আটকা পড়লেও অমিত সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ১১২ রানে। ২৩৫ বলে ১৮ বাউন্ডারির সাহায্যে অপরাজিত সেঞ্চুরিটি সাজান অমিত।

মুশফিকের বলে ফজল মাহমুদ আউট হওয়ার আগে ২২৪ বলে ১০ বাউন্ডারিতে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলে ফিরেন সাজঘরে। ওভারের পরের বলে নতুন ব্যাটার ইমরানুজ্জামানকে ফিরিয়ে ২২০ রানেই ২ উইকেটের পতন ঘটান মুশফিক হাসান। ২২০ রানে ৫ উইকেট হারানো দক্ষিনাঞ্চল দিনশেষ করেছে ৮৮ ওভারে ২৪৬ রানে।

সেঞ্চুরিয়ান অমিতের সাথে ২৩ রানে ব্যাট করছেন নাহিদুল ইসলাম। দক্ষিনাঞ্চলের ৫টি উইকেট ভাগ করে নিয়েছেন মধ্যাঞ্চলের দুই পেসার আবু হায়দার রনি ও মো. মুশফিক হাসান। ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন মুশফিক আর ৫৬ রানে ২ উইকেট লাভ করেন রনি।

৯৭ ডেস্ক

Read Previous

কক্সবাজারে মুমিনুল, জহুরুলের সেঞ্চুরি

Read Next

মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

Total
0
Share