নিজে দেখেননি, বিসিবি সভাপতি বলছেন ‘সব শোনা কথা’

একটু হলে জ্ঞান হারাতেন পাপন
Vinkmag ad

বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমের অবস্থা স্বাভাবিক না, সাকিব-তামিম সম্পর্কে ফাটল- ক্রিকবাজকে দেওয়া বিস্তারিত সাক্ষাৎকারে বিসিবি সভাপতি দেন বেশ কিছু তথ্য। পরবর্তীতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান ড্রেসিংরুমে সব ঠিকঠাক। আজ যখন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি তখন অবশ্য সব দায় মিডিয়াকেই দিলেন।

টিম হোটেলে দলের সঙ্গে মিটিং করে হোটেলের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি বলেন ড্রেসিংরুমের অবস্থা ভালো না, তামিম-সাকিবের মধ্যে সমস্যা এসব তার শোনা কথা। বিশেষ করে মিডিয়া থেকেই এসব শুনেছেন বলে দাবি করেন বিসিবি বস। 

পাপন বলেন, ‘এখানে ট্রাস্টের কোন ইস্যু না। আজ থেকে ৩ বছর আগেও ড্রেসিংরুমের কোন সমস্যা আমি দেখিনি। ১৫ বছরের থেকে আপনি ১২ বছর আগেই কাট করে দেন। লাস্ট ৩ বছর আমি কিন্তু ওদের সাথে নাই। আগে আমি ওদের সাথে থাকতাম, একই হোটেলে থাকতাম।’

‘তাই এই যে ড্রেসিংরুমের পরিবেশ ভালো না এই কথাটা, এই যে তামিম-সাকিবের মধ্যে সমস্যার কথা- এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা, সবচেয়ে বেশি মিডিয়া থেকে। সবচেয়ে বেশি কথাটা কিন্তু আমি শুনি মিডিয়া থেকে। মিডিয়ার লোকরাই আমাকে বেশি বলে।’

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপেও সবকিছু স্বাভাবিক দেখেছেন বলে জানান বিসিবি সভাপতি। তামিমের সঙ্গে সুর মিলিয়ে পাপন বলেন সবাই আশ্বস্ত করেছে, খেলায় কোন প্রভাব পড়বে না। 

পাপনের ভাষ্যমতে, ‘আমি যেটা করেছি, গত বিশ্বকাপ (অস্ট্রেলিয়া) আমি ওখানে সব দারুণ দেখেছি, ড্রেসিংরুমে কিছু দেখিনি। এর আগে শুনেছি, তবে নিজে দেখিনি। আমি ওদের দুজনের সঙ্গেই কথা বলেছি। ওরা দুজনেই আমাকে বলেছে এতে ওদের খেলায় কোন প্রভাব পড়বে না।’

‘এটা শোনা কথা (ড্রেসিংরুমের অবস্থা ভালো না)। ৩ বছর আগে আমি যখন ছিলাম তখন এমন বলি নাই, ভাবিও নাই। মাঝখানে সবাই বলা শুরু করল ড্রেসিংরুমের পরিবেশটা ভালো না। আমি আসলে জানি না কি হচ্ছে, দেখিও নাই। আমি গত বিশ্বকাপে দেখেছি, আমার সব স্বাভাবিক লেগেছে। হয়তো কিছু একটা হয়েছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

স্টেডিয়ামে খাবারের চড়া দাম; কানে এসেছে বিসিবির

Read Next

কক্সবাজারে মুমিনুল, জহুরুলের সেঞ্চুরি

Total
0
Share