

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে আসন্ন ইংল্যান্ড সিরিজে। ডিআরএস নিয়ে সবশেষ বিপিএলে আলোচনা-সমালোচনা ছিল সব ছাপিয়ে উপরে। বিসিবি একপ্রকার বাধ্য হয়েই প্লে-অফ ও ফাইনালের জন্য প্রয়োগ করে ডিআরএস সিস্টেম। এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে বিসিবি। পরের বিপিএলে শুরু থেকেই এই প্রযুক্তির সাহায্য পাবে দলগুলো।
বিপিএলের পর এবার বাংলাদেশের হোম সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আসবে আয়ারল্যান্ড। এই দুই আন্তর্জাতিক সিরিজে বিসিবি ডিআরএস সিস্টেম রাখছে তো দলগুলোর জন্য?
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ মিরপুরে গণমাধ্যমের সামনে বলেন, ‘জি, অবশ্যই থাকবে ডিআরএস।’
‘আরেকট তথ্য হলো ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা কম্পনেন্ট। এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু খেলা হতো, ক্রিকেটটা হতো। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো ডিআরএস ছাড়াই হয়েছে। একটা ধাপে গিয়ে যখন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়, তখন ডিআরএসটা ব্যবহার করা হয়। তখন আইসিসি থেকে, তাদের প্রতিযোগিতার জন্য অত্যাবশকীয় করে দিয়েছে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল, ডিআরএসটাকে নিশ্চিত করা।’
ডিআরএস নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে বিসিবি। নিজেদের প্রোডাকশন টিমের বাইরে যেয়ে সরাসরি ডিআরএস প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব তুলে দিয়ে চায় বিসিবি। ২০২৭ সাল পর্যন্ত এই সিস্টেমে পরিচালনার কথা ভাবছে বিসিবি।
নিজামউদ্দিন চৌধুরী সুজনের বক্তব্য,
‘ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব দিয়েছিলাম, এ জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ সময়ের চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএসকে যারা পরিচালনা করে, তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত।’
আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্টের বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সামনের আসর থেকে থাকছে ডিআরএস প্রযুক্তি,
‘আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক এবং যে ঘরোয়া লিগগুলো হবে সবগুলোতে ডিআরএসের সাপোর্ট আমরা পাবো। ঘরোয়া লিগ বলতে, ফ্র্যাঞ্চাইজি লিগ (বিপিএল) যেটা আমরা পরিচালনা করছি।’