

আবার ক্রিকেট উৎসবে মাতছে দেশ। ইংল্যান্ড সিরিজ মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে কাল, ইনডোর স্টেডিয়ামের বুথে। ফের দেখা যাবে দর্শকদের দীর্ঘ লাইন, না পাওয়াদের হাহাকার। তবে আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকিট ছাড়ার ব্যাপারে আশাবাদী বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আধুনিকতার এই সময়ে অনলাইনে কেন টিকিট ছাড়ছে না বিসিবি?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের বক্তব্য,
‘অবশ্যই সম্ভব। অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষকে কিছুটা কমফোর্ট। অনলাইন ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্লাটফর্ম। কিন্তু আমরা এবারও পারিনি। চেষ্টা করবো আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’
কি কারণে সম্ভব হচ্ছে না?
‘স্পেসিফিক কোনো কারণ নেই। খুব একটা জটিল প্রসেস না। কিন্তু কিছু স্পন্সর ও কমার্শিয়াল বিষয় থাকে এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু একটা প্লাটফর্ম ও স্পন্সরের বিষয় ঠিক করে আমরা।’
বিসিবি সিইও এর আশ্বাস অনুযায়ী আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইন টিকিটিং সিস্টেম চালু হলে খুব সহজেই ঘরে বসে মোবাইল থেকেই টিকিট বুকিং করতে পারবেন দর্শকরা।
ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিকিট পাওয়া যাবে কাল থেকে। মিলবে ম্যাচের দিনও। সর্বনিম্ন মূল্য ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ২৬ হাজার। টিকিটও করা হয় সমপরিমাণ। কিন্তু টিকিট মেলে না সাধারণ মানুষের। টিকিট নিয়ে নয়-ছয় যেন প্রতি ম্যাচের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বড় ম্যাচ হলে তো কথাই নেই।