

গতকাল বিসিবির পক্ষ হতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। কিন্তু স্পন্সরশীপ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো এক কারণে তারা আজ উপস্থিত হতে পারেনি, হয়নি স্পন্সরের ঘোষণাও।
আজ সোমবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল ১১ঃ৩০ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করার কথা ছিল। আরও হাফ ঘণ্টা আগে থেকেই গণমাধ্যমকর্মীদের আনাগোনা প্রেস কনফারেন্স রুমে।
কিন্তু সময় পেরিয়ে ১২ টা বেজে গেলেও দেখা মিলছে না বিসিবি ও স্পন্সর প্রতিষ্ঠানের কোনো কর্তাকে। ১২টা ৫ মিনিটে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এসে জানালেন, স্পন্সরশীপ প্রতিষ্ঠান আজ সবকিছু সম্পন্ন করে আসতে না পারায় এই সংবাদ সম্মেলন হবে আগামীকাল।
অর্থাৎ সিরিজ শুরুর আগের দিন জানা যাবে কারা পেল ইংল্যান্ড সিরিজের স্পন্সরশীপ।
মার্চের ১-১৪ পর্যন্ত ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ৩ ওয়ানডে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যেই দুই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। শেষবার বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারীরা।