শামসির ঘূর্ণিতে করাচির বড় জয়

featured photo updated 6
Vinkmag ad

পিএসএল ৮ম আসরের ১৪ তম ম্যাচে করাচিতে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় করাচি কিংস এবং মুলতান সুলতান। মুলতানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান টস জিতে করাচি কিংসকে ব্যাটিংয়ে পাঠালে উদ্বোধনী জুটি শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালাতে থাকে। ২২৫.০০ স্ট্রাইক রেটে ১২ বলে ২৭ রানের ঝড়োয়া ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জেমস ভিন্স।

অপর প্রান্তে উইকেট আগলে রেখে ওয়ানডে স্টাইলে দলের রানের চাকা এগিয়ে নিতে চেষ্টা করেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ ওয়াড। তবে ডেব্যুট্যান্ট তৈয়ব তাহির খেলতে নামলে ওয়াডের ৪৭ বলে ৪৬ রানের ইনিংসটা দলের জন্য যেনো সাদামাটা হয়ে যায়। তৈয়ব তাহির একাই দলের হাল ধরে ১টি ছক্কা আর ৮ চারে করলেন ৪৬ বলে ৬৫।

শোয়েব মালিকের ১০(৯) আর ক্যাপ্টেন ইমাদ ওয়াসিমের ১৪(৬) ফিনিশিং ক্যামিওতে করাচি কিংসের পুঁজি দাঁড়ায় ১৬৭/৩। পিএসএলের শুরু থেকেই গতির দ্যুতিতে আলো ছড়ানো উদীয়মান খেলোয়াড় মুলতানের ইহসানুল্লাহ এদিনেও বল হাতে দলের জন্য একাই লড়ে গেছেন। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে নিয়েছেন ২টি উইকেট। আনেয়ার আলি ১ টি উইকেট পেলে আকিল হোসেন, উসামা মীর, কার্লোস ব্রাথওয়াইট, আব্বাস আফ্রিদিরা ছিলেন উইকেটশূন্য এবং বেশ খরুচে।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধারাবাহিকভাবে খেলছিল মুলতান। পাওয়ারপ্লেতে আসে ৪৯ রান। এর পরপরি ছন্দ হারাতে শুরু করে রিজওয়ান বাহিনী। আসরে দুর্দান্ত ফর্মে থাকা রিজওয়ান ২৯(২৫) করে মাঠ ছাড়ে। তবুও এটাই মুলতানের ব্যক্তিগত সর্বেচ্চ স্কোর। আরেক ওপেনার শান মাসুদ ২৫(১৬) করে বিদায় নিলে মুলতানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১০১ রানেই তাদের ইনিংস থেমে যায়।

করাচি কিংসের ৬ ম্যাচে দ্বিতীয় জয়ের কাগজে কলমে কারিগর ছিলেন সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাবরাইজ শামসি। ৪ ওভারে ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট। সমান উইকেট তুলে বল হাতে নিজের শক্তিমত্তার জানান দেন শোয়েব মালিক। ইমাদ ওয়াসিম এবং আকিফ জাভেদ দুজনই দুটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:

করাচি কিংস : ১৬৭/৩

ম্যাথিউ ওয়েড ৪৬(৪৭), জেমস ভিন্স ২৭(১২), তৈয়ব তাহির ৬৫(৪৬), শোয়েব মালিক ১০(৯), ইমাদ ওয়াসিম ১৪(৬)

আকিল হোসেন ৩-০-৩৬-০, আনোয়ার আলি ৪-০-২৮-১, ইহসানুল্লাহ ৪-০-২২-২, উসামা মীর ৪-০-৩২-০, কার্লোস ব্র‍্যাথওয়েট ১-০-১১-০, আব্বাস আফ্রিদি ৪-০-৩৭-০

মুলতান সুলতান : ১০১/১০

শান মাসুদ ২৫(১৬), মোহাম্মদ রিজওয়ান ২৯(২৫), রাইলি রুশো ৭(৬), ডেভিড মিলার ৭(১০), খুশদিল শাহ ৪(৯), আনোয়ার আলি ১২(১২), উসামা মীর ১০(৬), কার্লোস ব্রাথওয়াইট ১(৪), আকিল হোসেন ২(৩), আব্বাস আফ্রিদি ২(৫), ইহসানুল্লাহ ০(৩)

ইমাদ ওয়াসিম ৪-০-৩৪-২, আমির ইয়ামিন ৩-০-২৪-০, আকিফ জাভেদ ২-০-৮-২, শোয়েব মালিক ৩.৩-০-১৬-৩, তাবরাইজ শামসি ৪-০-১৮-৩

ফলাফল: করাচি কিংস ৬৬ রানে জয়ী

ম্যাচ সেরা: তাবরাইজ শামসি (করাচি কিংস)।

৯৭ ডেস্ক

Read Previous

রান ফোয়ারার ম্যাচে লাহোর কালান্দার্সের ৪০ রানের জয়

Read Next

মিডিয়া উপস্থিত করে শেষপর্যন্ত ঘোষণা হয়নি টাইটেল স্পন্সরের নাম

Total
0
Share