রান ফোয়ারার ম্যাচে লাহোর কালান্দার্সের ৪০ রানের জয়

featured photo updated v 24
Vinkmag ad

পিএসএলের ১৫তম ম্যাচে পয়েন্ট টেবিলের তিনে থাকা লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় পাঁচের পেশোয়ার জালমি। কালান্দার্স ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি টস জিতে প্রতিপক্ষকে বোলিংয়ে পাঠায়।

ব্যাটিংয়ের লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বেগ ৭ বলে ৫ করে আউট হন। তবে শুরুর সে ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগে নি। আরেক ওপেনারের বিধ্বংসী ৪৫ বলে ৯৬, ওয়ান ডাউনে নামা আব্দুল্লাহ শফিকের ৪১ বলে ৭৫ এবং স্যাম বিলিংসের ২৩ বলে ৪৭ এ রানের পাহাড় দাঁড় করায় লাহোর কালান্দার্স।

জালমির বোলার আরশাদ ইকবাল ছাড়া বাকি পাঁচ বোলার সবারই ইকোনমি ছিল ১১.০০ এর বেশি। নিয়মিত বোলার ওয়াহাব রিয়াজ সর্বোচ্চ দুটি উইকেট পান। হঠাৎ করে বোলিং আসা রোভমান পাওয়েল তুলে নেন আরেকটি উইকেট। বাকি বোলারদের এদিনে ইচ্ছেমতো খেলেছেন কালান্দার্স ব্যাটার।

২৪১ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পেশোয়ার জালমি। মোহাম্মদ হারিস এবং বাবর আজম উভয়ই শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে সে ক্ষত ভুলে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব এবং টম-কোহলার-ক্যাডমোর। দুজনেই তুলে নেন অর্ধশতক। আফগান বোলার রাশিদ খানের বলে এ জুটি ভাঙলে জালমির জয়ের আশা ক্ষীণ হয়ে আসে।

ভানুকা রাজাপাকসে, রোভম্যান পাওয়েলসহ বাকি ব্যাটাররা শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন।

জেমস নিশাম ৮ বলে ১২ রান এবং সাদ মাসুদের ৮ বলে ১৬ দলের জন্য খুব বেশি পরিবর্তন আনতে পারি না। বল হাতে কালান্দার্স ক্যাপ্টেন নেতৃত্ব দেন সামনে থেকে। তবে আলোচনায় থাকা রাশিদ খান সবচেয়ে বেশি রান দেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রানের বিনিময়ে পান কেবলমাত্র একটি উইকেট। জামান খান ২টি, হারিস রউফ ১টি এবং বাকিরা উইকেটশূন্য থাকলে পেশোয়ার জালমির ইনিংস থামে ৯ উইকেটে ২০১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স: ২৪১/৩ (২০) মির্জা বেগ ৫(৭), ফখর জামান ৯৬(৪৫), আব্দুল্লাহ শফিক ৭৫(৪১), স্যাম বিলিংস ৪৭(২৩), ডেভিড ভিসা ৮(৪);

আরশাদ ইকবাল ৪-০-২৮-০, ওয়াহাব রিয়াজ ৪-০-৪৫-২, জেমস নিশাম ৩-০-৪২-০, সাদ মাসুদ ৩-০-৪০-০, সালমান ইরশাদ ৪-০-৪৭-০, রোভম্যান পাওয়েল ২-০-৩৭-১

পেশোয়ার জালমি: ২০১/৯ (২০) মোহাম্মদ হারিস ০(২), বাবর আজম ৭(৬), সাইম আইয়ুব ৫১(৩৪), টম-কোহলার-ক্যাডমোর ৫৫(২৩), ভানুকা রাজাপাকসে ২৪(১৪), রোভমান পাওয়েল ২০(১৫), জেমস নিশাম ১২(৮), ওয়াহাব রিয়াজ ০(২), সাদ মাসুদ ১৬(৮), আরশাদ ইকবাল ২(৬), সালমান ইরশাদ ০(২);

শাহিন শাহ আফ্রিদি ৪-০-৪০-৫, জামান খান ৩-০-২৮-২, হারিস রউফ ৪-০-৩৮-১, ডেভিড ভিসা ২-০-২০-০, রাশিদ খান, ৪-০-৪৯-১, সিকান্দার রাজা ২-০-২৪-০, হুসেইন তালাত ১-০-১-০

ফলাফল: লাহোর কালান্দার্স ৪০ রানে জয়ী

ম্যাচ সেরা: ফখর জামান (লাহোর কালান্দার্স)।

৯৭ ডেস্ক

Read Previous

কাল থেকে পাওয়া যাবে ইংল্যান্ড সিরিজের টিকিট

Read Next

শামসির ঘূর্ণিতে করাচির বড় জয়

Total
0
Share