

যেই সময়ে অনেকে খেলোয়াড়ি জীবন শেষ করে অন্য ভাবনা ভাবছেন সেই সময়ে নিত্য নতুন রেকর্ড গড়ছেন জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ড টেস্ট দলের পেস আক্রমণের নেতা ৪০ বছর বয়সে পুনরুদ্ধার করলেন টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান।
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নেওয়া জিমি অ্যান্ডারসন ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মত হয়েছেন টেস্টের শীর্ষ বোলার।
আর এতে করে শেষ হয়েছে ৪ বছর ধরে শীর্ষে থাকা প্যাট কামিন্সের রাজত্ব। নিচে নেমে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
২০১৬ সালের মে মাসে প্রথমবার টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ বোলার হয়েছিলেন জিমি অ্যান্ডারসন। এর আগে সর্বশেষ শীর্ষস্থানে ছিলেন ২০১৮ সালের নভেম্বরে। সেযাত্রায় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার কাছে জায়গা হারিয়েছিলেন তিনি।
Still going strong at 40! 👊
England’s evergreen superstar James Anderson has climbed the summit of @MRFWorldwide ICC Men’s Test Bowlers’ Rankings 🎉
More 👉 https://t.co/5xN970tOob pic.twitter.com/OVzCsAP77d
— ICC (@ICC) February 22, 2023
১৯৩৬ সালে অস্ত্রেলিয়ার কিংবদন্তি ক্লেয়ার গ্রিমেটের পর জিমি অ্যান্ডারসনই শীর্ষে ওঠা বয়ষ্ক বোলার। সবমিলে র্যাংকিং ইতিহাসের ৫ম বয়ষ্ক।
১ থেকে ৩ এ নেমে গেছেন প্যাট কামিন্স। ২ নম্বরে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
দারুণ প্রত্যাবর্তনের পর শীর্ষ ১০ এ নিজের নাম ঢুকিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২০১৯ সালের পর এই প্রথম সেরা ১০ এ ঢুকলেন তিনি। ৭ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ৯ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিং (টেস্ট বোলার)-
১. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮৬৬
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৬৪
৩. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৮৫৮
৪. ওলি রবিনসন (ইংল্যান্ড)- ৮২০
৫. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৯৫
৬. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭৮৭
৭. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৬
৮. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৬৫
৯. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৭৬৩
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৩৫।