মিসবাহ-ইউনিস-আফ্রিদিকে সম্মাননা দিচ্ছে পিসিবি

pakistan
Vinkmag ad

pak sl reut 670

পাকিস্তান ক্রিকেটের নাম শুনলেই সমালোচনা আসে বিভিন্ন বিষয়ে, ডো-প টেস্টে ধরা পড়া, নিজেদের মধ্যে মা-রা-মা-রি, ম্যাচ ফিক্সিং, সফরকারী দেশের খেলোয়াড়ের উপর হা-ম-লাসহ নানা বিষয়েই বিতর্কের শীর্ষে থাকে দেশটি।

বিভিন্ন সময়ে অভিমান নিয়ে দল থেকে সরে গেছেন অনেক ক্রিকেটার। এবার বোর্ড তাদের সম্মাননার কথা ভাবছে। কিছুদিন আগে অবসরে যাওয়া মিসবাহ-ইউনিস-আফ্রিদিকে বোর্ড থেকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

অনেক বিখ্যাত খেলোয়াড়ের জন্ম দেওয়া দেশটি খুব কমজনের ক্ষেত্রেই পেরেছে আয়োজন করে বিদায় জানাতে। সদ্য সাবেক হয়ে যাওয়া মিসবাহ, ইউনিস, আফ্রিদিরাও আছেন সেই তালিকায়। ইউনিস-মিসবাহ কে বলা যায় পাকিস্তানের সর্বকালের সেরাদেরই দুজন। অথচ তারাও পাননি বিদায় বেলায় প্রাপ্য সম্মান, আর আফ্রিদিতো মা-রমা-র কাট কাট ক্রিকেটের এই যুগে সীমিত ওভারের খেলায় “অটো চয়েজ”। অনেকবার বিদায় ভেঙ্গে ফিরলেও শেষবার ঠিকই আড়ালে থেকেই অবসরে চলে যেতে হয়েছে তাকেও। পাকিস্তান ক্রিকেট যতদিন রবে এই তিনজনের অবদানই ভালোভাবে মনে রাখা উচিৎ পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের। আর সে ভাবনা থেকেই এবার নড়েচড়ে বসেছে পিসিবি। অন্য গ্রেটদের মত তাদের বিদায়টা চুপিসারে করতে চাননা তারা, তাদের সম্মানে আয়োজন করা হবে বিশেষ পুরষ্কার অনুষ্ঠান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি জানান, দীর্ঘদিন দেশের ক্রিকেটকে সেবা দিয়ে আসা এই ত্রয়ীকে সম্মাননা জানানোর পরিকল্পনাটা এই কৃতজ্ঞতাবোধ থেকেই।

তিনি আরও জানান, ‘সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খান এবং শহীদ আফ্রিদিকে ‘বিশেষ পুরস্কার’ দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের। দীর্ঘদিন পাকিস্তানের ক্রিকেটে যেভাবে সেবা দিয়েছেন, এটা তো তাদের প্রাপ্যই।’

আর এ আয়োজনে তাদের সাথে সম্মাননা জানানো হবে দেশের সেরা খেলোয়াড় ও আম্পারদেরও। দেরীতে হলেও নিজ বোর্ডের কাছ থেকে প্রাপ্য সম্মান পেয়ে ইউনিস-মিসবাহ-আফ্রিদিরাও হয়তো স্বস্তির নিঃশ্বাস ই ফেলবেন।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ সিরিজে নিজের জাত চেনাতে চান কামিন্স

Read Next

ওটিস গিভসন, ইংল্যান্ড ছেড়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকায়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share