শেষ দুই ম্যাচে তামিমকে খেলাবে না খুলনা

‘তামিমের সঙ্গে আমার রসায়ন খুব ভালো, চেষ্টা করবো দুজনে মিলে’
Vinkmag ad

পুরানো চোট নতুন করে জেগে উঠেছে তামিম ইকবালের। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে জাতীয় দলের অধিনায়ককে কোনোপ্রকার ঝুঁকিতে ফেলতে চায় না খুলনা টাইগার্স। আর তাতেই তামিম পেয়েছেন বিশ্রাম। খেলবেন না খুলনার বাকি দুই ম্যাচ।

বিপিএলে নিজেদের ১১তম ম্যাচের আগে আজ মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে খুলনা টাইগার্স। গণমাধ্যমের সামনে এসে তামিমের চোট ইস্যুতে হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন,

‘তামিমের একটু সমস্যা আছে। ওর ব্যাক স্ট্রেইনে যে প্রব্লেম ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। ওখানে আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও,  ন্যাশনাল ফিজিও জুলিয়ান আসছে, সেও আজ মাঠে আমার সাথে কথা বলতে এসেছে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় কনসার্ন আমাদের। সেজন্যই তামিমকে ব্রেক দেওয়ার চিন্তা করেছি, খেললে হয়তো আরও খারাপ হতে পারে। যদিও ফ্র‍্যাঞ্চাইজির ব্যাপার টা, তারা পয়সা দিয়ে নিয়েছে। তবে সবার আগে দেশ, আমাদের মালিকরাও সেটা ভালোভাবে বুঝবেন, নিবেন। আজকে পরিস্থিতি যদি অন্যরকম থাকতো, আমরা কোয়ালিফায়ার খেলব। আমাদের ওয়ানডে দলের ক্যাপ্টেন, অনেক ইম্পরট্যান্ট প্লেয়ার, তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে ব্রেক দেওয়া হয়েছে।’

খুলনা টাইগার্স প্লে-অফে যেতে না পারায় লিগ পর্বের শেষ দুই ম্যাচে তাই দেশের সেরা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে কোনো ঝুঁকিতে ফেলতে চায়না। বাস্তবতা মেনে সুজনের বক্তব্য,

‘ইংল্যান্ড সিরিজে তাকে নিয়ে যদি আশঙ্কা না থাকে, এরজন্যেই মূলত ব্রেকটা। এমন না যে দশ ভাগ দিয়ে খেলবে। তামিম খেলতে তো হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলবে, ফিল্ডিং করতে হবে বিশ ওভার, ড্রাইভ দিতে হবে। তবে পরিস্থিতি যদি অন্য হতো তামিমও হয়তো তখন অন্যভাবে চিন্তা করত। এখন আমাদের আর কোনো চান্স নেই বিপিএলে তাই তামিমকে ব্রেক দেওয়াটা জরুরি।’

চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করা তামিম ইকবাল এখনও সম্পূর্ণ ফিট না। তবে আশা করা হচ্ছে ইংল্যান্ড সিরিজের আগেই পুরোপুরিভাবে ফিট হয়ে ফিরবেন তামিম।

এবারের বিপিএলে প্রথমে টানা তিন হারের পর ব্যাক টু ব্যাক জয় পায় খুলনা। এরপর তারা পূর্ণ করল হারের ফাই-ফার। সবমিলিয়ে ১০ ম্যাচের মধ্যে ৮ হারে সাত দলের বিপিএলে খুলনার অবস্থান এখন ছয়ে। খেলা হচ্ছে না প্লে-অফে। তাদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ সিলেট ও বরিশাল।

৯৭ ডেস্ক

Read Previous

১ বলে ১১ রান দিয়ে আর বলই করতে পারেননি জুবায়ের

Read Next

লো-স্কোরিং ম্যাচে নাসিরদের ডুবিয়ে চট্টগ্রামের স্বস্তির জয়

Total
14
Share