

দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন। সংযুক্ত আরব-আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে রাসেল ও নারাইন খেলেছেন একই দলের হয়ে, বিপিএলেও খেলবেন একসঙ্গে।
টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বড় তারকাকে স্বাগত জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেসবুক বার্তায় লিখেছে,
‘বিপিএল মাতাতে টি টোয়েন্টি ক্রিকেটের দুই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন মাত্রই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে টিম হোটেলে যোগ দিয়েছেন। রাসেল এবং নারাইনকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।’
আইএলটি২০’তে আবুধাবি নাইট রাইডার্স তলানিতে থেকে আসর শেষ করেছে। ১০ ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল শেষ ম্যাচে। আন্দ্রে রাসেল ৯ ম্যাচ খেলে পেয়েছেন কেবল ১ ফিফটি, আর উইকেট ঝুলিতে পাঁচটি। অলরাউন্ডার সুনিল নারাইনও ছিলেন নিজের ছায়া হয়ে। ৯ ম্যাচে রান করেছেন ৯৭, বলে হাতে উইকেট শিকার ৭টি।
এবার এই তারকারা বিপিএল মাতানোর অপেক্ষায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ ম্যাচে টানা ৭ জয় নিয়ে আছে টেবিলের তিনে। শীর্ষে থেকে প্লে-অফে যেতে হলে তাদের বাকি দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আজ সন্ধ্যায় লড়াইয়ে নামবে ফরচুন বরিশালের বিপক্ষে।