গুরবাজ ও নাভিনকে ছেড়ে দিয়েছে বরিশাল

'বাংলাদেশ' বানান ভুল লিখে বাংলাদেশে আসলেন রহমানউল্লাহ গুরবাজ
Vinkmag ad

চলমান বিপিএলে আফগান তারকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে ডিরেক্ট সাইনিংয়ে দলে নেয় সাকিবের ফরচুন বরিশাল। কিন্তু বাংলাদেশে পা রাখার আগেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করল বরিশাল ফ্র‍্যাঞ্চাইজি।

ফরচুন বরিশাল লিগ পর্বে ১০ ম্যাচে ৭ জয় নিয়ে আছে টেবিলের দুইয়ে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ খেলাতে ইফতিখার আহমেদকে ফের পাকিস্তান থেকে বিপিএলে ফিরিয়ে আনলো। এসএ২০ লিগ শেষ হলেই স্কোয়াডে এসে যোগ দেবেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন গুরবাজ ও নাভিন। এবং তাদের দল প্লে-অফ নিশ্চিত করতে পারেনি, আজ তারা খেলছে শেষ ম্যাচ। আপাতত বিপিএলেও আসা হচ্ছে না তাদের। 

ফরচুন বরিশাল ফ্র‍্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে,

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৯তম সংস্করণের জন্য ফরচুন বরিশাল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হক মুরিদের সঙ্গে সরাসরি চুক্তি করে। যেহেতু তারা আমাদের হয়ে কোনো ম্যাচ খেলেনি এবং তাদের এখানে আনার আর কোনো পরিকল্পনা নেই, এই বিপিএলে তারা অন্য কোনো দলের হয়ে খেললে আমাদের কোনো আপত্তি নেই।’

২৩ ছক্কায় নামের পাশে ৩৪৭ রান নিয়ে বিপিএলকে বিদায় বলে যাওয়া ইফতিখার খেলবেন ফরচুন বরিশালের হয়ে পরের ম্যাচেই। আজই ফিরছেন ঢাকায়। পরবর্তী ম্যাচ আগামীকাল ৭ জানুয়ারি সন্ধ্যায়, প্রতিপক্ষ কুমিল্লা।

৯৭ ডেস্ক

Read Previous

বল হাতে উজ্জ্বল মারুফা, তবুও হারল বাংলাদেশ

Read Next

কুমিল্লার টিম হোটেলে রাসেল-নারাইন

Total
1
Share