

দক্ষিণ আফ্রিকায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ। ব্যাটারদের ভরাডুবিতে ১০১ রানে থামে বাংলাদেশের ইনিংস। এরপর বল হাতে মারুফা আক্তার, রুমানা আহমেদ আলো ছড়ালেও হারতে হয়েছে টাইগ্রেসদের।
১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে বাংলাদেশ নারী দল আজ পাকিস্তানের বিরুদ্ধে কেপটাউনে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে। পাকিস্তানি বোলারদের সামনে নিগার সুলতানার দল ছন্দ খুজে পায়নি। ৮ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে জমা করে কেবল ১০১।
তিন ব্যাটার ছুঁয়েছেন দুই অংকের ঘর। নিদা, তুবাদের স্পিন ঘূর্ণির সামনে পড়ে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন তিনে নামা শামীমা সুলতানা।
১৮ রান আসে শোভনা মোস্তারির ব্যাট থেকে। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ১৮ বল খেলে ১৫ রানে ফেরেন প্যাভিলিয়নে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়ে জাতীয় দলে আসা স্বর্ণা আক্তার ৬ রানের বেশি পাননি প্রথম অ্যাসাইনমেন্টে।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই মারুফা আক্তারের পেস আগুনে পুড়ে পাকিস্তানের টপ অর্ডার। পরপর দুই ওভারে সিদ্রা আমিনকে বোল্ড করে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাভেরিয়া খানকে। এরপর রুমানা আহমেদও তুলে নেন জোড়া শিকার।
কিন্তু আর কেউ উইকেটের দেখা না পাওয়ায় সহজেই ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান নারী দল। অধিনায়ক বিসমাহ মারুফের ব্যাট থেকে আসে ২৪ রান। শেষদিকে নিদা ধর ২৪* ও আয়েশা নাসিম ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলে ৪ ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
টাইগ্রেসরা পরের ওয়ার্ম-আপ খেলবে ভারতের (৮ ফেব্রুয়ারি স্টেলেনবোশে) বিরুদ্ধে।