

বুলেট ট্রেনের গতিতে বাংলাদেশ-পাকিস্তান-বাংলাদেশ সফর করছেন ইফতিখার আহমেদ। বিপিএলে চার, ছয়ের বন্যা বইয়ে দেওয়া ইফতিখার আহমেদ পাকিস্তানে ফিরেই দেখান তান্ডব! একদিন পর আজ আবার আসছেন ঢাকায়, কালই খেলতে নামবেন বরিশালের জার্সিতে কুমিল্লার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।
পিএসএলের প্রদর্শনী ম্যাচে ওয়াহাব রিয়াজের এক ওভারে হাঁকিয়েছেন ৬ ছক্কা। ৫০ বলে খেলেন ৯৪ রানের হার-না-মানা ইনিংস। ২৩ ছক্কায় নামের পাশে ৩৪৭ রান নিয়ে বিপিএলকে বিদায় বলে যাওয়া ইফতিখার খেলবেন ফরচুন বরিশালের হয়ে পরের ম্যাচেই। আজই ফিরছেন ঢাকায়। পরবর্তী ম্যাচ আগামীকাল ৭ জানুয়ারি সন্ধ্যায়, প্রতিপক্ষ কুমিল্লা।
ফরচুন বরিশালকে বিপিএলের টেবিলে দুইয়ে তুলে গত ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ফিরে যান ইফতিখার আহমেদ। এবারের বিপিএলে খেলেন মোট ১০ ম্যাচ। ৩ ফিফটি ও এক সেঞ্চুরির ইনিংসে সবক’টিতেই থাকেন অপরাজিত। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগে ইফতিখার খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়ে। এর আগেই লিগ পর্বের শেষ দুই ম্যাচ খেলাতে ইফতিখারকে বিপিএলে ফিরিয়ে আনলো ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের মাঝপথেই সাকিব আল হাসান ওমরাহ পালনের উদ্দেশ্যে গেলেন সৌদি আরবে। টানা ব্যস্ত সূচির মাঝে ৪ দিনের বিরতিতে পবিত্র নগরীতে ওমরাহ কার্যক্রম সম্পন্ন করে সাকিবও ফিরলেন ঢাকায়। পরের দিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেমে পড়বেন ফরচুন বরিশালের দলপতিও।