আমির-ইমাদ ফিরে আসছেন বিপিএলে, সঙ্গে লিন্ডে

IMG 20230130 WA0000
Vinkmag ad

বিপিএলের টেবিল টপার সিলেট স্ট্রাইকার্স এবার দর্শক-ভক্তদের দিলো সুখবর। পিএসএল খেলতে পাকিস্তান ফিরে যাওয়া ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন।

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম পিএসএল খেলতে সিলেট স্ট্রাইকার্স ছাড়লেও দু’জন আবারও ফিরছেন ঢাকায়। খেলবেন আগামী ৮ তারিখ খুলনার বিপক্ষে লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ।

সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান সঙ্গে বলেছেন আরও এক নাম, জর্জ লিন্ডে। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার এসএ২০ শেষে বাংলাদেশে আসবেন বিপিএলের বাকি অংশে খেলতে। লিন্ডে প্রথমবারের মতো মাতাবেন বিপিএল।

১১ ম্যাচে ৮ জয় নিয়ে টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে জায়গা ধরে রাখতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই। কোয়ালিফায়ার নিশ্চিত করা বাকি তিন দল খেলেছে ১০টি করে ম্যাচ, পয়েন্ট সমান ১৪ করে। আর ১১ ম্যাচ খেলা সিলেটের পয়েন্ট ১৬।

ইমাদ ও আমিরের বিকল্প হিসেবে এর আগেই ইরফান ও গুলবেদিনকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। ফের পাক জুটি বিপিএলে ফেরায় শক্তিশালী হচ্ছে বোলিং লাইন।

৯৭ ডেস্ক

Read Previous

ছোট ভাই ইফতিখারের কান্ডে যা বলছেন শাদাব খান!

Read Next

ঢাকায় ফিরলেন ইফতিখার-সাকিব, কাল খেলবেন ম্যাচ

Total
1
Share