

প্রথম দিনে মোটে খেলা হয়েছে ৫১ ওভার, যেখানে বৃষ্টি বাধার আগে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে সংগ্রহ করে ১১২ রান। দিনের তৃতীয় সেশনে নামে বৃষ্টি, এরপর আর খেলা গড়ায়নি মাঠে। দ্বিতীয় দিনেও খেলা শুরু করতে মাঠ আম্পায়ারদের খেলা শুরু করতে অপেক্ষা করতে হয়েছে চা বিরতি পর্যন্ত। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাবের ভেজা মাঠ শুকাতে সময় লেগেছে আরও ঘন্টা দুইয়েক, দিনের শেষ সেশনে খেলা মাঠে গড়ায় চা বিরতির পরে। এরপর দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (১১৬*) ও ত্যাগনারায়ণ চন্দরপল (১০১*) জোড়া সেঞ্চুরিতে বিনা উইকেটে ২২১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।
রোববার আগের দিনের বিনা উইকেটে ১১২ রান নিয়ে দ্বিতীয় দিনের চা বিরতির পর মাঠে নামেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপল। আগের দিন ২৮৪ বলে একশো করা ওয়েস্ট ইন্ডিজ ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ণের ব্যাটে দেড়শো পার করে ৩৯৯ বলে। উদ্বোধনী জুটিতে ১৫০ রান তুলে পানি পানের বিরতিতে যান ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ণ। ফিরে এসে ২২৬ বলে ৫ বাউন্ডারিতে সেঞ্চুরি করেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ২০০ রানে। এরপর ২৮৬ বলে সেঞ্চুরি পেয়ে যান ত্যাগনারায়ণ চন্দরপল, ১০টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ত্যাগনারায়ণ।
ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ণের ব্যাটিং দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ ৮৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২১ রানে দ্বিতীয় দিন পার করে দেয় অনায়াসে। দিনশেষে ২৪৬ বলে ৭ বাউন্ডারিতে ১১৬ রান করে অপরাজিত আছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ২২১ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ত্যাগনারায়ণ আছেন ১০১ রানে অপরাজিত।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ছিল জিম্বাবুয়ে বোলারদের জন্য হতাশার। দুদিন মিলিয়ে ৮৯ ওভার খেলা মাঠে গড়ালেও উইকেটের দেখা পাননি জিম্বাবুয়ের কোনো বোলার। ২১ ওভার বোলিং করে উইকেট পাননি ভিক্টর নিয়াউচি। এছাড়া ১৮ ওভার বোলিং করে উইকেট পাননি ব্র্যাডলি ইভান্সও।
এই ম্যাচ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের চার ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০তে সিরিজ ভাল খেলার ফলস্বরূপ জিম্বাবুয়ের হয়ে সাদা পোশাক গায়ে জড়িয়েছেন ইনোসেন্ট কায়া। তার সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার ব্র্যাডলি ইভান্স। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ভাল খেলে জিম্বাবুয়ের একাদশে জায়গা করে নিয়েছেন তানুনুরওয়া মাকোনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় গড়ে রান করা পাশাপাশি গ্লাভস হাতে দারুণ সব ক্যাচ ধরে নির্বাচকদের নজর কেড়ে অভিষেক ঘটিয়েছেন তাফাদজওয়া সিগা।