ফোন কলে বদলাচ্ছে পাকিস্তানের সহ অধিনায়ক!

ফোন কলে বদলাচ্ছে পাকিস্তানের সহ অধিনায়ক!
Vinkmag ad

পাকিস্তানের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা চটেছেন বর্তমান পিসিবি কর্তাদের হস্তক্ষেপে। দল নির্বাচনে নাজাম শেঠির নেতৃত্বাধীন নয়া কমিটি কর্তাদের ক্রিকেটার কন্ট্রোল করার ভূমিকার বিরোধিতা করেছেন তিনি।

ক্রিকেট ফ্যান্সদের সঙ্গে ইন্টারঅ্যাকশনের সময় রমিজ রাজা দাবি করেন ক্রিকেটারদের ওপর চাপ দেয় পিসিবি।

রমিজ রাজা বলেন, ‘তারা (পিসিবি কর্তা) ক্রিকেটারদের ওপর এমনভাবে চাপ দেয় যেনো তারা যা বলবে তাদেরকে তাই করতে হবে।’

নিজের সোর্সের উধৃতি দিয়ে তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে পাকিস্তান দলের সহ অধিনায়ক নির্বাচনে ভূমিকা রেখেছে উপর মহলের ফোন কল।

তিনি বলেন, ‘পাকিস্তান দলের প্রধান কোচ একাধিক ফোন পেয়েছেন যখন নিউজিল্যান্ডের বিপক্ষে শান মাসুদকে সহ অধিনায়ক করা হয়। যে কিনা প্রথম দুই ম্যাচ বেঞ্চে ছিল! প্রধান কোচ ও অধিনায়ককে বাধ্য করা হয় তাকে খেলাতে।’

‘আমাদের এখনকার চেয়ারম্যান এমন যার ক্রিকেটের সঙ্গে কোন সম্পর্ক নেই। সে কেবল এসে সভায় অংশ নেয়, কিছু ছবি তুলে টুইটারে পোস্ট করে এবং শেষে আইসিসির ট্রফি বাবরকে তুলে দেয়। এটুকুই।’

৯৭ ডেস্ক

Read Previous

৩-০ তে জিততে হবে, বাংলাদেশ সিরিজ তাই ইংল্যান্ডে!

Read Next

ক্রিকেট ছাড়লেন হারিয়ানা পুলিশের বিশ্বকাপজয়ী সদস্য যোগিন্দর

Total
26
Share