ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ফিরলেন জেমিসন

জরিমানা দেবার একদিন বাদেই সুসংবাদ পেলেন কাইল জেমিসন
Vinkmag ad

কাইল জেমিসন পিঠের ইনজুরির কারণে গত বছরের ইংল্যান্ড টেস্ট সফর থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপস স্কোয়াডে নির্বাচিত হয়েছেন।

১৬-২০ ফেব্রুয়ারী বে ওভালে গোলাপী বলের দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হওয়া দুই টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য জেমিসনকে ১৪ সদস্যের স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

দলে লেগ-স্পিনার ইশ সোধিও রয়েছেন, যিনি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সফলভাবে ফিরে আসার পর ব্ল্যাকক্যাপস স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।

অফ-স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে পেস বোলিং গ্রুপে অধিনায়ক টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিল ওয়াগনার এবং ব্লেয়ার টিকনার।

হোম সিরিজের জন্য এই স্কোয়াডে ডাক পাননি স্পিনার আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, তবে দুজনই সম্প্রতি পাকিস্তান সফর করেছিলেন।

ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপস টেস্ট স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

৯৭ ডেস্ক

Read Previous

অবশেষে এসএ২০তে দল পেলেন বাভুমা

Read Next

৩-০ তে জিততে হবে, বাংলাদেশ সিরিজ তাই ইংল্যান্ডে!

Total
17
Share