

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। স্মরণীয় টেস্ট অভিষেকের পর, রেহান আহমেদ প্রথমবারের মতো সাদা বলে ডাক পেয়েছেন। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরা জোফরা আর্চারও আসছেন বাংলাদেশে।
২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংলিশরা।
আজ এক বিজ্ঞপ্তি দিয়ে ১ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আনক্যাপড সমারসেট ব্যাটার টম অ্যাবেলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, সাকিব মাহমুদ ওডিআই স্কোয়াডে ফিরে এসেছেন।
ইংল্যান্ডের ওডিআই স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আর্চার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রাশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান- সাকিব মাহমুদ, জেসন রয় এবং জেমস ভিন্সের জায়গায়।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি-
ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।