

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াডে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স। নিজ জন্মস্থানের হয়ে প্রথম টেস্ট খেলতে চলেছেন ব্যালেন্স। সঙ্গে ১৬ সদস্যের স্কোয়াডে আছে একাধিক নতুন মুখ।
গ্যারি ব্যালেন্স গত এক দশকে ইংল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন, সম্প্রতি জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ওয়ানডে সিরিজ। এবার নামবেন সাদা পোশাকের লড়াইয়ে।
জিম্বাবুয়ে দলের সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা ও রায়ান বার্লও নেই এই সিরিজে। দুজন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। অন্যদিকে ক্রেইগ আরভিন সামলাবেন অধিনায়কের দায়িত্ব, ইনজুরড শন উইলিয়ামসের শূন্যস্থান পূরণ করবেন।
অভিজ্ঞ পেসার টেন্ডাই চাতারা এবং ব্লেসিং মুজারাবানিও ইনজুরির কারণে ছিটকে পড়েছেন।
আনক্যাপড তাফাদজওয়া সিগা, জয়লর্ড গাম্বি, কুদজাই মাউঞ্জে এবং তানুনুরওয়া মাকোনি টেস্ট অভিষেকের অপেক্ষায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ৪ ফেব্রুয়ারি থেকে কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ও শেষ টেস্ট একই ভেন্যুতে ১২ ফেব্রুয়ারি থেকে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:
গ্যারি ব্যালেন্স, চামুনোরওয়া চিভাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মাউঞ্জে, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাবা, ভিক্টর নায়উচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো এবং তাফাদজওয়া সিগা।