বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে স্বর্ণা আক্তার

featured photo updated v 41
Vinkmag ad

আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম অব দ্য টুর্নামেন্টে স্বর্ণা আক্তারের নাম। এই বাংলাদেশি ইতিহাসের প্রথম বিশ্বকাপে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। এর পুরস্কার হিসেবেই এবার টুর্নামেন্ট সেরা দলে।

গতরাতের ফাইনাল শেষে মেয়েদের ক্রিকেট ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঠল ভারতের হাতে। ইংলিশ মেয়েদের উড়িয়ে শেফালী ভার্মার দল গড়ল ইতিহাস। টুর্নামেন্ট সেরা দলে দুই ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ড থেকে রয়েছেন তিনজন করে খেলোয়াড়। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স।

এক বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি প্রকাশ করেছে, অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিম অব দ্য টুর্নামেন্ট। যেখানে একমাত্র বাংলাদেশি স্বর্ণা আক্তার।

চ্যাম্পিয়ন ভারতের তিন খেলোয়াড় হলেন শ্বেতা শেরওয়াত, শেফালি ভার্মা ও পরশাভি চোপড়া। অধিনায়ক গ্রেস স্ক্রিভেন্স সহ ইংল্যান্ডের বাকি দুজন হান্না বেকার ও এলি অ্যান্ডারসন।

বাংলাদেশের সঙ্গে একজন করে খেলোয়াড় আছেন নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমার, শ্রীলঙ্কার দেওমি বিহঙ্গ, দক্ষিণ আফ্রিকার কারাবো মেসো ও অস্ট্রেলিয়ার ম্যাগি ক্লার্ক। উইকেটকিপার হিসাবে আছেন প্রোটিয়াদের কারাবো মেসো। দ্বাদশ খেলোয়াড় হিসাবে নাম এসেছে পাকিস্তানের আনোশা নাসিরের।

আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিম অব দ্য টুর্নামেন্ট-

শ্বেতা শেরওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (ক্যাপ্টেন, ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেওমি বিহঙ্গ (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), পরশাভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (দ্বাদশ ক্রিকেটার, পাকিস্তান)।

৯৭ ডেস্ক

Read Previous

২০২৩ অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস পেলেন যারা

Read Next

হৃদয়-জাকিরের তান্ডবের পর রুবেলের গতির ঝড়

Total
1
Share