

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভেন স্মিথ। কিংবদন্তি রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্কের সাথে চারবার অ্যালান বর্ডার মেডেল বিজয়ী হিসেবে যোগ দিয়েছেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ। বেথ মুনি ২০২৩ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডে দ্বিতীয়বারের মতো জিতলেন বেলিন্ডা ক্লার্ক পুরস্কার।
শীর্ষ পুরষ্কারগুলি ছিল ২০২১ এর পুনরাবৃত্তি। আগের মৌসুমেও স্মিথ এবং মুনি শীর্ষ দুই পুরষ্কার নিয়েছিলেন। সিডনির র্যান্ডউইক রেসকোর্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অভিজাত পুরুষ ও নারী ক্রিকেটাররা পুরস্কারের জন্য একত্রিত হয়েছিল।
২০২২ সালের পারফর্ম্যান্স বিবেচনায় অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভেন স্মিথ। আর নারী বর্ষসেরার পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন বেথ মুনি।
ভোটের লড়াইয়ে স্মিথ পেছনে ফেলেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। আর মেগ লেনিং ও তাহলিয়া ম্যাকগ্রাকে টপকে সর্বোচ্চ ভোট আসে বেথ মুনির ব্যালটে। আর সেরা টেস্ট প্লেয়ার হলেন উসমান খাজা, ওয়ানডেতে বিজয়ী ওয়ার্নার, টি-টোয়েন্টির প্লেয়ার অব দ্য ইয়ার মার্কাস স্টয়নিস।
২০২৩ অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস পেলেন যারা-
অ্যালান বোর্ডার মেডেল- স্টিভ স্মিথ ১৭১ ভোট, রানার আপ- ট্রাভিস হেড ১৪৪, ডেভিড ওয়ার্নার ১৪১
বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড- বেথ মুনি ১২৯ ভোট, রানার আপ- মেগ লেনিং ১১০, তাহলিয়া ম্যাকগ্রা ৯৫
শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার- উসমান খাজা ২২ ভোট, রানার আপ- মারনার লাবুশেইন ২০, স্টিভ স্মিথ ১৬
উইমেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার- বেথ মুনি ২৫ ভোট, রানার আপ- মেগ লেনিং ২৪, অ্যালিসা হিলি ২১
মেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার- ডেভিড ওয়ার্নার ২৫ ভোট, রানার আপ- স্টিভ স্মিথ ২৫, ট্রাভিস হেড ২৪- ওয়ার্নার জেতেন টাইব্রেকারে
ফিমেল টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার- তাহলিয়া ম্যাকগ্রা ৩১ ভোট, রানার আপ- বেথ মুনি ২৭, অ্যাশলে গার্ডনার ২৪
মেল টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার- মার্কাস স্টয়নিস ২৫ ভোট, রানার আপ- জশ হ্যাজেলউড ২৪, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল ২১
বিবিএল ১২ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- ম্যাট শর্ট (অ্যাডিলেড স্ট্রাইকার্স)
উইমেন্স বিবিএল ০৮ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- অ্যাশলে গার্ডনার (সিডনি সিক্সার্স)
উইমেন্স ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার- অ্যানাবেল সাদারল্যান্ড
মেন্স ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার- মাইকেল নেসের
বেটি উইলসন ইয়াং ক্রিকেটার- কোর্টনি সিপেল
ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার- ল্যান্স মরিস
কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড- উসমান খাজা
অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেম ইন্ডাক্টিস- ইয়ান রেডপাথ ও মার্গারেট জেনিংস।