

ভারতীয় ওপেনার মুরালি বিজয় ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। আজ (৩০ জানুয়ারি) সবধরণের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন বিজয়।
সবধরণের ফরম্যাট মিলে ভারতের পক্ষে ৮৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মুরালি বিজয়। খেলেছেন ৬১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পার্থে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের টেস্ট দলের ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন বিজয়। ১২ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৩৯৮২ রান করেছেন এই ফরম্যাটে।
২০১৩ থেকে ২০১৮ অব্দি শিখর ধাওয়ানের সঙ্গে জুটি গড়ে ভারতের বেশ কিছু জয়ের স্বাক্ষী হয়েছেন তিনি। ৪১ ম্যাচে ১৭৪৮ রান করেছেন এই দুজনে মিলে, গড় ছিল ৪৩.৭০। টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে ৩য় সেরা ওপেনিং জুটি তারা, পেছনে কেবল বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর (৪৪১২) ও চেতন চৌহান-সুনীল গাভাস্কারের (৩০১০)।
অবসরের ঘোষণা দিতে যেয়ে মুরালি বিজয় বলেন, ‘আজ অনেক কৃতজ্ঞতার সাথে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023
বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া), তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকে সুযোগের জন্য ধন্যবাদ দেন তিনি।
সতীর্থ, কোচ, মেন্টর, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দেন তিনি। সমর্থকদের ভালোবাসার জন্য প্রকাশ করেন কৃতজ্ঞতা।