সিলেটে ফের ডুবল ঢাকা, মেহেদীর দাপটে রংপুরের হ্যাটট্রিক জয়

featured photo updated v 40
Vinkmag ad

সিলেটে এসে জয়ের দেখা পাওয়া ঢাকা ডমিনেটরস সিলেট পর্ব শেষ করল হার দিয়ে। রয়ে গেল টেবিলের তলানিতেই। হ্যাটট্রিক জয়ে টেবিলের চারে অবস্থান শক্ত করল রংপুর রাইডার্স। উসমান গণির ৭৩ এর জবাবে মেহেদী হাসান খেললেন ৭২ রানের ঝড়ো ইনিংস; তাতেই রংপুর পেয়ে যায় ৫ উইকেটের জয়।

বিপিএলের সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়াইয়ে নামে ঢাকা ও রংপুর। টস হেরে আগে ব্যাটিং করতে আসে ঢাকা ডমিনেটরস। শুরুতেই উইকেট হারান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া মিজানুর রহমান (৫)। আজমতউল্লাহ ওমরজাই নিজের প্রথম ওভার করতে এসেই ভাঙেন স্টাম্প।

আগের ম্যাচে ফর্মে ফিরে দলকে জেতানো সৌম্য সরকার আজ টানতে পারেননি দলকে। ব্যক্তিগত ১১ রানে থাকা সৌম্যকেও শিকার করেন আফগান ওমরজাই। বিপিএলের অভিষেক ম্যাচে ৩ করা ইংলিশ ব্যাটার অ্যালেক্স ব্লেক আজ আউট হয়েছেন ৪ রানে। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুনও। রাকিবুল হাসানের হাতে বোল্ড হওয়ার আগে ১৫ বলে করেন ১৪।

তবে তিনে নামা আফগানিস্তানের ওপেনার উসমান গনি ছিলেন দারুণ ছন্দে। উইকেটের আসা-যাওয়া মিছিলের মধ্যে তাকে সঙ্গ দেন নাসির হোসেন। ৪ উইকেটে ৬৯ রানে থাকা ঢাকা এই দুইয়ের ব্যাটে চড়ে টপকায় শতরানের গণ্ডি। তবে জুটি ভাঙে দলীয় ১২৪ রানে অধিনায়ক নাসিরের রান-আউটে। ৫৫ রানের জুটিতে নাসিরের ২৯ রান।

এরমাঝেই ৪২ বলে বিপিএলে নিজের প্রথম অর্ধশতকের দেখা পান উসমান গনি। হারিস রউফের করা ইনিংসের শেষ ওভারে ২ ছয় ও ১ বাউন্ডারি হাঁকিয়ে মোট ১৮ রান তুলে নেন উসমান। আর তাতেই ঢাকা ডমিনেটরস পায় ৫ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ। উসমান অপরাজিত থাকেন ৭৩ রানে। ৫৫ বল খেলে ৭ চার ও ৩ ছয়ে সাজান এই ইনিংস।

রংপুর রাইডার্সের হয়ে বল হাতে হারিস রউফ ছিলেন সবচেয়ে খরুচে। ৪ ওভারে ৪৯ রান দিয়েও থাকেন উইকেটশূন্য। বিপরীতে ২৭ রানের বিনিময়ে আজমতউল্লাহ ওমরজাই পান দুই উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ৫ বল খেললেও কোনো রান পাননি ওপেনার মোহাম্মদ নাইম। ইনিংসের শুরুতেই উইকেট হারানো রংপুরকে এরপর টেনে তুলেন রনি তালুকদার ও মেহেদী হাসান। ৬৩ রানের সেকেন্ড উইকেট জুটিতে জয়ের পথ খুঁজে পায় রংপুর। ব্যক্তিগত ২৯ রানে রনি তালুকদার ক্যাচ হলে ভাঙে জুটি।

এরপর দ্রুতই ফিরে যান অভিজ্ঞ শোয়েব মালিক ও নুরুল হাসান সোহান। ৬ রানের বেশি পাননি মালিক। সমান ৬ রানে সৌম্য সরকারের হাতেই ফিরতি ক্যাচ তুলে বিদায় নেন রংপুরের অধিনায়ক। এরমাঝেই ৩১ বলে এবারের বিপিএলে প্রথম ফিফটির দেখা পান মেহেদী হাসান।

ফিফটি হাঁকিয়ে আরও উগ্র হয়ে উঠে মেহেদীর ব্যাট। তবে এই ঝড় বেশিক্ষণ টেকেনি সিলেটে। ব্যক্তিগত ৭২ রানে আল-আমিন হোসেনের লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মেহেদী। ৪৩ বল খেলে ৬টি চার ও পাঁচ ছক্কায় এই অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের পথে রেখে যান অলরাউন্ডার মেহেদী।

রংপুরের সামনে জয়ের সমীকরণ দাঁড়ায় ১২ বলে ১৪ রানের। সালমান ইরশাদের করা ১৯তম ওভারেই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স। ১ ওভার হাতে রেখে পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়। ছয় হাঁকিয়ে টার্গেট টপকান মোহাম্মদ নওয়াজ।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ-পাকিস্তানের ২০১১ সালে গড়া রেকর্ড ভেঙে দিল ভারত-নিউজিল্যান্ড

Read Next

অবসরের ঘোষণা দিলেন মুরালি বিজয়

Total
1
Share