

মেয়েদের ক্রিকেট ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঠল ভারতের হাতে। ইংলিশ মেয়েদের উড়িয়ে শেফালী ভার্মার দল গড়ল ইতিহাস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসরের মেগা ফাইনালে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস লিখল ভারত।
দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শেফালী ভার্মা। এরপর ভারতীয় বোলারদের তোপের সামনে পড়ে রীতিমতো অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৭.১ ওভারে ৬৮ রানে অল-আউট হয়ে যায়।
বল হাতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট নেন তিতাস সাঁধু। এছাড়া ২টি করে উইকেট নেন অহনা দেবী এবং প্রাসভি চোপড়া।
জবাব দিতে নেমে ৬ ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৭ উইকেটে জয়ে নিশ্চিত হয় প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।