

বিপিএল মাতাতে আসলেন আফগান স্পিন উইজার্ড মুজিব উর রহমান। এর আগেও বিপিএল মাতিয়ে যাওয়া মুজিব এবার বাংলাদেশে পা রাখলেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে।
মুজিব উর রহমানকে স্বাগত জানিয়ে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। চলমান বিপিএলের শেষদিকের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মুজিবকে ডেরায় এনেছে রংপুর রাইডার্স।
রংপুরের তিন পাকিস্তানি তারকা শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ পিএসএলের জন্য দ্রুতই ছাড়ছেন বিপিএল। তাদের বিকল্প ভাবনায় প্রথম ধাপে মুজিবকে উড়িয়ে আনছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
আগের আসা ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতেও।
আগামীকাল বিপিএলের সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স।