তামিম-সুজনদের বিশেষ ধন্যবাদ জানিয়ে পাকিস্তান গেলেন ওয়াহাব রিয়াজ

তামিম-সুজনদের বিশেষ ধন্যবাদ জানিয়ে পাকিস্তান গেলেন ওয়াহাব রিয়াজ
Vinkmag ad

খুলনা টাইগার্সের হয়ে এবারের বিপিএল খেলতে এসেছিলেন পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজ। খেলতে আসার পর খবর পান পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হবার। খুলনা টাইগার্সের সফলতম বোলার বাংলাদেশ ছেড়েছেন, পাকিস্তানে যাবার পথে বিশেষ ধন্যবাদ দিয়ে গেছেন তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনকে।

টুইটারে ওয়াহাব রিয়াজ লেখেন, ‘পাকিস্তানের পথে। বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে খেলে দারুণ সময় কাটিয়েছি। বিশেষ ধন্যবাদ তামিম ইকবাল ও খালেদ মাহমুদ তাদের অতিথিপরায়ণতার জন্য। আগামী ম্যাচগুলোর জন্য দলকে শুভকামনা। এখনই তোমাকে মিস করছি আজম খান। দ্রুতই তোমাকে দেখব বলে আশা করি।’

প্রসঙ্গত পাকিস্তানের পথে রওয়ানা হবার আগে ৭ ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিনিধিত্ব করেছেন ওয়াহাব রিয়াজ। ১৮৩ রান খরচে নিয়েছেন ১৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯০, সেরা ফিগার ১৪ রানে ৪ উইকেট। ৪ উইকেট নেবার ম্যাচে প্রথম পাকিস্তানি বোলার হিসাবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

ফেব্রুয়ারিতে আফগানিস্তানের তিন টি-টোয়েন্টি আরব-আমিরাতে

Read Next

ইতিহাস বদলের দায়িত্ব নেওয়া সিলেট স্ট্রাইকার্স উড়ছে

Total
10
Share